Jonmo Amar Dhonno Holo (জন্ম আমার ধন্য হলো মাগো) – Bangla Song Lyrics

Any SubtitleJuni 26, 2023

[ad_1]

শিরোনামঃ জন্ম আমার ধন্য হলো মাগো
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
গীতিকারঃ নয়ীম গহর
সুরকারঃ আজাদ রহমান

জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।

তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

১৯৬৯-৭০ সালে করাচির ট্রান্সক্রিপশন সার্ভিসে এই গানটি রেকর্ড করা হয়। ফিরোজা বেগমের সঙ্গে সাবিনা ইয়াসমীনসহ আরও বেশ কজন সহশিল্পী এ গানের কোরাসে অংশ নিয়েছিলেন। সহশিল্পীদের মধ্যে জিনাত রেহানা, নাসির হায়দার, আহমেদুল্লাহ সিদ্দিকী, আসাদুল হক, লায়লা মোজাম্মেল অন্যতম। এই গান পরবর্তী সময়ে কাজী হায়াতের দেশপ্রেমিক ছবিতে ব্যবহার করা হয় সাবিনা ইয়াসমীনের কণ্ঠে।

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

Situs ini menggunakan Akismet untuk mengurangi spam. Pelajari bagaimana data komentar Anda diproses.

id_IDBahasa Indonesia