Oniket Prantor Lyrics – Artcell Oniket Prantor – অনিকেত প্রান্তর

Any SubtitleJuly 21, 2022

Oniket Prantor Lyrics – Artcell Oniket Prantor

Oniket Prantor (অনিকেত প্রান্তর ) is the title song of Bangladeshi band Artcell’s second album Oniket Prantor. Rumman Ahmed penned Bangla song lyrics for Oniket Prantor. According to some, this is one of Artcell’s best songs.

Artists George Lincoln D’Costa, Ershad Zaman, Saef Al Nazi Cézanne, and Kazi Sazzadul Asheqeen Shaju came together in October 1999 to establish the band Artcell, a progressive metal act from Bangladesh.

লিরিক্স হল সেই শব্দ যা একটি গানে থাকে। Oniket Prantor Lyrics মাধ্যমে আপনি এই গানের কথার অর্থ বুঝতে পারবেন, যা আপনাকে গানের মর্ম বুঝতে সাহায্যে করবে।

আপনি এই  পোস্টের মাধ্যমে Oniket Prantor Lyrics গান পূর্ণাঙ্গ লিরিক্স মাতৃভাষা এবং বাংলিশ দুই মাধ্যমেই পড়তে পারবেন। পোস্টের সবার নিচে এই গান এর একটি লিরিক্স ভিডিও দেওয়া রয়েছে যেন লিরিক্স এবং গান পূর্ণাঙ্গ ভাবে উপভোগ করতে পারেন।

Oniket Prantor Lyrics

বিস্তারিত বিবিরণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন গান এর মুভি নাম, গান এর পূর্ণাঙ্গ টাইটেল, যে গায়ক গেয়েছেন তার নাম, যে সুরকার সুর দিয়েছেন তার নাম, চিত্রনাট্যকার এর নাম,সঙ্গীত লেবেল দেওয়া কোম্পানির নাম।

লিরিক্স বা কবিতা প্রধানত তিন প্রকার: আখ্যান, নাটকীয় এবং গীতিকবিতা। তাদের মধ্যে পার্থক্য করা সবসময় সম্ভব নয়। উদাহরণস্বরূপ, একটি মহাকাব্যে গীতিমূলক অনুচ্ছেদ থাকতে পারে বা একটি গীতিকবিতায় বর্ণনামূলক অংশ থাকতে পারে।

কিছু গানের কথা কাব্যিক, কিছু কেবল সরল শব্দ (কোনও কাব্যিক গুণাবলী ছাড়াই), এবং কিছু কেবল এমন জায়গায় অযৌক্তিক যেখানে গানের কথা আসলেই গুরুত্বপূর্ণ নয়।

Oniket Prantor Lyrics Song Song Details:

Song: Oniket Prantor
Band: Artcell
Lyric: Artcell
vocals & Guitars: Lincoln D’costa
Lead Guitars: Ershad Zaman
Album: Oniket Prantor
Language: Bangla
Label: G Series

Oniket Prantor Lyrics Song in Bangla

তবুও এই দেয়ালের শরীরে
যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রঙ
আকাশের মতন অকস্মাৎ
নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেনো পথ ভেঙে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যাবচ্ছেদ

তবুও এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়

রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যাবচ্ছেদ
তবুও এই দুটি কাঁটাতারে শহরের মত করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার

অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দুটো দেশে

মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর
অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে

এখানে সরণির লেখা নেই নাম কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানে.. নির্জন… অনিকেত… প্রান্তর…..
তবুও তোমার ভাঙা স্মৃতি
ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার

তোমার দেয়ালে যত লেখা
মানুষের দেয়ালে দেয়াল বেঁড়ে ওঠে কাঁটাতার
এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি

জড় পাথরে লেখা নাম শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

Oniket Prantor Lyrics Song in English

Tobu ei deyaler shorire
Joto chera rong dhuye jawa manush
Peshadar protihingsha tumar chetonar
Joto udvashito alo rong
Akasher moton akoshmat
nil-nile dube thaka tumar priyo kono mukh
Tar chokher kacha kachi eshe
Keno poth venge
Duto manchitro eke duto desher majhe
Bidhe ache onubhuti gulor beboched
Tobu ekhane ache obolil hawa
Janala boddho ghore ase jaay
Deyal dhore bere othe moddho raat
Tomar chayay jome ese bhoy
Aloke chine ney amar obaddho sahosh
Bhetore ekhon ki nei
kapurush ondhokar eka?
Tomak ghire pothgulo sob shore jay
Ratrir ei eka ghore jhule ache
shunnor kata tare
Duto manchittro ake, duto desher majhe
Mishe ache onuvuti gulor bebochhed,,

Oniket Prantor Music Video

Ei Obelay Lyrics – Shironamhin Ei Obelay Lyrics

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish