saraswati puja mantra lyrics – সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র

AlimSeptember 7, 2022

saraswati puja mantra lyrics

saraswati puja mantra lyrics. Saraswati Maa Vandana Devi Saraswatir Astotoro Satnam. Saraswati Pranam Mantra And Sri Saraswati Sahasranama Stotram by Sreemoyee Bhattacharya And Soumyak Ray.

লিরিক্স হল সেই শব্দ যা একটি গানে থাকে। saraswati puja mantra lyrics মাধ্যমে আপনি এই গানের কথার অর্থ বুঝতে পারবেন, যা আপনাকে গানের মর্ম বুঝতে সাহায্যে করবে।

আপনি এই  পোস্টের মাধ্যমে saraswati puja mantra lyrics গান পূর্ণাঙ্গ লিরিক্স মাতৃভাষা এবং বাংলিশ দুই মাধ্যমেই পড়তে পারবেন। পোস্টের সবার নিচে এই গান এর একটি লিরিক্স ভিডিও দেওয়া রয়েছে যেন লিরিক্স এবং গান পূর্ণাঙ্গ ভাবে উপভোগ করতে পারেন।

বিস্তারিত বিবিরণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন গান এর মুভি নাম, গান এর পূর্ণাঙ্গ টাইটেল, যে গায়ক গেয়েছেন তার নাম, যে সুরকার সুর দিয়েছেন তার নাম, চিত্রনাট্যকার এর নাম,সঙ্গীত লেবেল দেওয়া কোম্পানির নাম।

saraswati puja mantra lyrics

saraswati puja mantra lyrics

লিরিক্স বা কবিতা প্রধানত তিন প্রকার: আখ্যান, নাটকীয় এবং গীতিকবিতা। তাদের মধ্যে পার্থক্য করা সবসময় সম্ভব নয়। উদাহরণস্বরূপ, একটি মহাকাব্যে গীতিমূলক অনুচ্ছেদ থাকতে পারে বা একটি গীতিকবিতায় বর্ণনামূলক অংশ থাকতে পারে।

কিছু গানের কথা কাব্যিক, কিছু কেবল সরল শব্দ (কোনও কাব্যিক গুণাবলী ছাড়াই), এবং কিছু কেবল এমন জায়গায় অযৌক্তিক যেখানে গানের কথা আসলেই গুরুত্বপূর্ণ নয়।

saraswati puja mantra lyrics Song Details:

Saraswati Pushpanjoli Mantra
Singer : Sreemoyee Bhattacharya & Soumyak Ray
Music : Sreemoyee Bhattacharya
Lyricist : Traditional
Label : Kristi Creation
Digital Partner : Unisys Infosolution PVT.LTD

saraswati puja mantra lyrics Song in Bangla

ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র :
নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে .

জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব মন্ত্র : 
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা।
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

সরস্বতী দেবী বন্দনা :
Singer : Sayani Palit
Composer & Lyricist : Traditional

জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী, মাই
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
তেরি মায়া অনন্ত অপার,
যা কো, কো নেহি পায়ি
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

হস্তকমল মো বীণ বাজাভে,
যা মে সব, সুর গাই
দুজে হাত বিরাজত পুস্তক
বেদ শ্রুতি উপজায়ী
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

তেরি রূপ, ভয়ো সব বিদ্যা
সুর-নর চরণ নমাই,
পদ্মনাভ প্রভু, চরণ শরোরুহ
সেবক কে মন ভায়ী।

জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী।

সরস্বতী পুজার পুষ্পাঞ্জলি মন্ত্র :

Om joyo joyo devi chorachoro sare
Kuchojugo sobhito mukta hare
Binaronjito pustoko hoste
Bhagabati bharati devi namostute
Namho Vodrokallyoi nomo nityang
Namho Saraswati mohabhage
Biddey komolochone
Biswarupe bishalakhi
Bidyangdehi namostute

saraswati puja mantra Music Video

ami tomar chokher kalo chai lyrics – আমি তোমার চোখের কালো চাই

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish