বিজয়োৎসব ফুরাইল মা গো

Any Subtitleজুলাই 2, 2023

[ad_1]

বিজয়া
[বিজয়ার ঢাক-ঢোল বাজিতেছে। নাট-মন্দির হইতে সানাই-এর করুণ সুর (মুলতানি বা পুরবি) ভাসিয়া আসিতেছে।]
[ঊর্ধ্ব হইতে দেবদেবীদের সংগীত ভাসিয়া ক্রমেই নিকটে আসিতেছে।]

গান
[পুরুষ ও স্ত্রী সমবেত কন্ঠে]

বিজয়োৎসব ফুরাইল মা গো,
      ফিরে আয় ফিরে আয়।
মা আনন্দিনী গিরিনন্দিনী
      শিব-লোকে অমরায়
      ফিরে আয় ফিরে আয়॥
কৈলাসে শিব যাপিতেছে দিন
শব-সম, হয়ে শক্তি-বিহীন ;
সপ্ত স্বর্গ দেবদেবী কাঁদে
      আঁধারে মা নিরাশায়॥

(দূরে দূরে শব্দ দূরে চলিয়া গেল।)

[নিম্নে ধরণির সন্তানের আর্ত মিনতি শোনা যাইতেছে – কন্ঠস্বর ক্রমশ নিকটবর্তী হইতেছে।]

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা