Aloy Badha Raater Tukro (আলোয় বাধা রাতের টুকরো) – Bangla Song Lyrics

Any Subtitleজুন 26, 2023

[ad_1]

শিরোনামঃ আলোয় বাধা রাতের টুকরো
ব্যান্ডঃ Cryptic Fate
অ্যালবামঃ দানব

মনে করো এই পৃথিবী শুধু তোমারই
চন্দ্র সূর্য ঘুরছে চারিধার
স্বর্গ নরকের নেই চাহিদা

এখানে…

আমার আলোয় বাধা এই রাতের টুকরো
নেবে নাকি বলো
আমারই স্পন্দনে ছোঁয়া এই গোধূলী
তুমি নিবে?

আমার অরক্ষিত সত্তা
শুধু তোমারই
সংশয় প্রশ্রয় মিথ্যে আশ্রয়
(মিথ্যে আশ্রয়)
ঈর্ষা ভ্রান্তির প্রশ্রয় নেই
এখানে…

আমার আলোয় বাধা এই রাতের টুকরো
নেবে নাকি বলো
আমার স্পন্দনে ছোঁয়া এই গোধূলী
তুমি নেবে?

শান্তির কোলাহলের মাঝে
প্রতিশ্রুতির বাধা সময়
ধরা ছোঁয়ার বাহিরে
কাল্পনিক আয়োজন

সেই জগতের
চাবি আমি
দিতে পারি
দিতে পারি…

আমার আলোয় বাধা এই রাতের টুকরো
নেবে নাকি বলো
আমার স্পন্দনে ছোঁয়া এই গোধূলী
তুমি নেবে?

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDবাংলা