মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লাহ নাম

Any Subtitlejunio 27, 2023

[ad_1]

মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লা নাম
নাম জপিতে আর হুঁশ থাকে না, ভুলি সকল কাম।।
লোকে বলে, আল্লাতালায় যায় না না-নাকি পাওয়া;
ও-নাম জপিলে প্রানে কেন বহে দখিন হাওয়া!
ও-নাম জপিলে হিয়ার মাঝে
কেন এত ব্যাথা বাজে,
কে তবে মা আমার বুকে কাঁদে অবিরাম।।

পুরুষরা সব মসজিদে যায়
আমি ঘরে কাঁদি;
কে যেন কয় কানের কাছে-তুই যে আমার বাঁদী
তাই ঘরে রাখি বাঁধি।

মাগো আমার নামাজ রোজা খোদায় ভালোবাসা,
ঐ নাম জপিলেই মিটে আমার বেহেশতের পিয়াসা!
শত ঈদের চাঁদও দিতে নারে আল্লাহ নামের দাম।।

Deja un comentario

Nombre *
Añadir un nombre para mostrar
Correo electrónico *
Tu correo electrónico no será publicado

Este sitio usa Akismet para reducir el spam. Aprende cómo se procesan los datos de tus comentarios.

es_ESEspañol