Monta Vangiya Song Lyrics (মনটা ভাঙ্গিয়া) Samz Vai

Any Subtitlejunio 26, 2023

Monta Vangiya is the latest Bengali Song Sung by Samz Vai & Js Sajib. Music Composed by Samz Vai & Js Sajib. Monta Vangiya Lyrics In Bengali Written by Samz Vai & Js Sajib and Song Programming Arrangements, Mixing and Mastering By Samz Vai & Js Sajib.

ওরে মন বোবা মন

তুই কেনো ভাবিস ?

যে ভুলে গেছে তোকে,

অভিমান হবে কি

আর নেই তো ভালোবাসা

ডুবে গেছে আঁধারে।

ও.. চাই না এ ভালোবাসা চাই না অবহেলা

দেখতে চাই না তোমার ওই মিছে মায়া,

পুড়ছে হৃদয় আমার যাক না পুড়ে

আমি আর নেই তো আর আমারই মাঝে।

আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া

আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া,

তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না

তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া।

RAP:

তোমার চোখের স্বপ্নটা দেখাইছিলা তুমি

এই হাতে হাত রাখিয়া আমায় কইতা ভালোবাসি,

আমি বোকার মতো তোমার কথা নিতাম বিশ্বাস কইরা

আমি বুঝি নাই তোমার ছলনায় গেছি ফান্দে পইড়া,

এতো নাটক জানো আর কতো অভিনয়

এতো সুন্দর কইরা করো সবই সত্যি মনে হয়,

আমি বাঁইচা থাইকাও বুইঝা গেছি মৃত্যু কাকে কয়

মানতে হইবো তুমি সেরা তোমার অভিনয়ের জয়।

আমার মনটা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া

আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া,

তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না

তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া।

আমার মন টা ভাঙ্গিয়া লিরিক্স – সেমজ ভাই :

Ore mon boba mon tui keno vabis

Je bhule geche toke obhiman hobe ki

Aar nei toh valobasha dube geche andhare

Chai na valobasha chaina obohela

Dekhte chaina tomar oi miche maya

Purche hridoy amar jaak na pure

Ami aar nei toh aar amari majhe

Amar monta vangaiya tumi gela haraiya

Ami sob harailam tomar premer mayay poriya

Tumi firao chaila na amar valobashla na

Tumi tomar moto choila gela amay kandaiya

Deja un comentario

Nombre *
Añadir un nombre para mostrar
Correo electrónico *
Tu correo electrónico no será publicado

Este sitio usa Akismet para reducir el spam. Aprende cómo se procesan los datos de tus comentarios.

es_ESEspañol