অ-কেজোর গান

Any Subtitlejuin 27, 2023

[ad_1]

অ-কেজোর গান

  ওই      ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে  
          আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।
  
  ওই            রোদ-সোহাগী পউষ-প্রাতে  
                অথির প্রজাপতির সাথে  
                বেড়াই কুঁড়ির পাতে পাতে  
                         পুষ্পল মৌ খেতে।
 আমি      আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।
 আজ      কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার     হলদে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে!
  ওই            বাবলা ফুলের নাকছবি তার,
                গায় শাড়ি নীল অপরাজিতার,
                চলেছি সেই অজানিতার
                          উদাস পরশ পেতে।
আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে।
  
  ওই      ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে
          আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে তাই মেতে।

দেওঘর
পৌষ ১৩২৭

laissez un commentaire

prénom *
Ajouter un nom d'affichage
Email *
Votre adresse email ne sera pas publiée

Ce site utilise Akismet pour réduire les indésirables. En savoir plus sur comment les données de vos commentaires sont utilisées.

fr_FRFrançais