দোদুল দুল

Any Subtitlejuin 28, 2023

[ad_1]

[আরবি ‘মোতাকারিব্’ ছন্দ]

     দোদুল দুল্
     দোদুল দুল্!
     বেণীর বাঁধ
     আলগ্-ছাঁদ,
     আলগ্-ছাঁদ
     খোঁপার ফুল,
     কানের দুল
     খোঁপার ফুল
     দোদুল দুল্
     দোদুল দুল!

                   অলক-ছায়
                   কপোল-ছায়,
                   পরশ চায়
                   অলস চুল
                   বিনুন্-বিন্
                   কেশের উল
                   দোদুল দুল্
                   দোদুল দুল!

     অসম্বৃত্
     কাঁখের ভিত
     অসম্বৃত্
     পিঠের চুল,
     লোহিত পীত
     নোলক দুল
     দোদুল দুল্
     দোদুল দুল!

                   সোহাগ্-ঘায়
                   দোলন্-গায়
                   কাঁপন খায়
                   আপন পায়,
                   পায়ের নখ
                   মাথার চুল
                   দোদুল দুল্
                   দোদুল দুল!
                   পরাগ-ফাগ
                   ছড়ায় আজ
                   শিরাজ-বাগ
                   ইরান-গুল,
                   দোলন্-দোল
                   দে বুলবুল,
                   দোদুল দুল্
                   দোদুল দুল!

     কাঁকন চায়
     নাচন্ ফিন্
     রিমিক ঝিম
     ঝিমিক ঝিম!
     আঁচল-বীণ
     চাবির রিং
     বুলায় নিদ
     ঢুলায় ঢুল্ৰ
     দোদুল দুল্
     দোদুল দুল!

                    নিশাস-রেশ
                    কাঁপায় বেশ
                    মোতির হার
                    হিয়ার দেশ,
                    কাঁপায় শেষ
                    প্রাণের কূল
                    দোদুল দুল্
                    দোদুল দুল!
                    বুকের কোল
                    আদর ঘায়
                    দোলায় দোল্
                    দোলায় দোল্
                    শরম-লোল
                    মরম-মূল
                    দোদুল দুল্
                    দোদুল দুল!

     কলস্-কাঁখ
     পুকুর যায়,
     আঁচল চায়
     চুমায় ধুল,
     দখিন্ হাত
     ঝুলন্ ঝুল্
     দোদুল দুল্
     দোদুল দুল!
     কাঁকাল ক্ষীণ
     মরাল গ্রীব
     ভুলায় জড়্-
     ভুলায় জীব,
     গমন-দোল্
     অতুল তুল্
     দোদুল দুল্
     দোদুল দুল!

                  হাসির ভাস,
                  ব্যথার শ্বাস,
                  চপল চোখ,
                  আঁখির লাস,
                  নয়ন-নীর
                  অধর-ফুল
                  রাতুল তুল
                  রাতুল তুল
                  দোদুল দুল্
                  দোদুল দুল!
                  মৃণাল-হাত
                  নয়ন-পাত
                  গালের টোল,
                  চিবুক দোল
                  সকল কাজ
                  করায় ভুল
                  প্রিয়ার মোর
                  কোথায় তুল?
                  কোথায় তুল
                  কোথায় তুল?
                  স্বরূপ তার
                  অতুল তুল,
                  রাতুল তুল,
                  কোথায় তুল
                  দোদুল দুল্
                  দোদুল দুল!

laissez un commentaire

prénom *
Ajouter un nom d'affichage
Email *
Votre adresse email ne sera pas publiée

Ce site utilise Akismet pour réduire les indésirables. En savoir plus sur comment les données de vos commentaires sont utilisées.

fr_FRFrançais