ভাঙার গান : কারার ঐ লৌহ-কবাট

Any Subtitleजून 27, 2023

[ad_1]

             [গান]

           ১
কারার ঐ লৌহ-কবাট
ভেঙে ফেল, কর রে লোপাট
                   রক্ত-জমাট
          শিকল-পুজোর পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
            ধ্বংস-নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
 
           ২
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
             কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি
ভগবান পরবে ফাঁসি?
                 সর্বনাশী
         শিখায় এ হীন তথ্য কে রে?

             ৩
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয়-দোলা
             গারদগুলা
         জোরসে ধরে হেঁচকা টানে!
মার হাঁক হায়দরি হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
            ডাক ওরে ডাক
            মৃত্যুকে ডাক জীবন পানে!

            ৪
নাচে ঐ কাল-বোশেখি,
কাটবি কাল বসে কি?
              দে রে দেখি
         ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ রে তালা!
যত সব বন্দি-শালায়—
            আগুন জ্বালা,
            আগুন জ্বালা, ফেল উপাড়ি।

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

hi_INहिन्दी