মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান

Any SubtitleJuni 26, 2023

[ad_1]

ভৈরবী – একতালা
  
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান।  
মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ॥  
       এক সে আকাশ মায়ের কোলে  
       যেন রবি শশী দোলে,  
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥  
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,  
এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল।  
       এক সে দেশের মাটিতে পাই  
       কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান॥  
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,  
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।  
       কাঁদব তখন গলা ধরে, 
       চাইব ক্ষমা পরস্পরে,  
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

Situs ini menggunakan Akismet untuk mengurangi spam. Pelajari bagaimana data komentar Anda diproses.

id_IDBahasa Indonesia