Dugga Elo Song Lyrics (দুগ্গা এলো) Akriti Kakar

Any SubtitleJune 25, 2023

Dugga Elo is the latest Bengali Song Sung by Akriti Kakar & Debanjali B Joshi. Music Composed by Akriti Kakar & Debanjali B Joshi. Dugga Elo Lyrics In Bengali Written by Akriti Kakar & Debanjali B Joshi and Song Programming Arrangements, Mixing and Mastering By Akriti Kakar & Debanjali B Joshi.

কথন :

সময় যত অচেনা হোক

উৎসবের পরশ লাগুক প্রাণে,

আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য

এতটুকু আঁধার যেন না থাকে মনে,

মায়ের আশীর্বাদে তো সবার অধিকার

তাই সময় যতই অচেনা হোক

উৎসবের পরশ লাগবেই প্রাণে।

গান:

শিউলি ফুলের নোলক দেবো

দেবো কাঁচের চুড়ি,

খোঁপায় আমি বেঁধে দেবো

হলুদ সোনাঝুরী।

নুপুর দেব ঝুমকো লতার

কলকা পাড়ের শাড়ি,

শালুক ফুলের মেঘ মুলুকে

হাওয়ায় টানে গাড়ি।

ও কাশফুলের ঐ দুধ সাদা রং

আকাশ বুঝি সাজে,

অন্ধকারের রাত পেরিয়ে

আলোয় বাঁশি বাজে ..

দুগ্গা এলো দুগ্গা এলো

মন লাগেনা রে,

বুকের ভেতর ঢ্যাংকুরাকুর

বাদ্যি বাজে রে,

দুগ্গা এলো, দুগ্গা এলো

দুগ্গা এলো, দুগ্গা এলো ..

মা যে আমার দশভূজা

আগলে রাখে সব

ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।

হাজার বিপদ ঘনিয়ে এলে

করবো না আর ভয়,

সবাই মিলে বলো এবার

দুগ্গা মায়ের জয়,

সব ভালো হোক দুহাত পেতে

মায়ের কাছে চাই,

আশ্বিনের এই শারদ প্রাতে

আনন্দ গান গাই …

দুগ্গা এলো দুগ্গা এলো

মন লাগেনা রে,

বুকের ভেতর ঢ্যাংকুরাকুর

বাদ্যি বাজে রে,

দুগ্গা এলো দুগ্গা এলো

দুগ্গা এলো দুগ্গা এলো ..

অঞ্জলী আর সন্ধি পুজো

পঞ্চ প্রদীপ জ্বালো,

ত্রি-নয়নি মাগো তুমি

ভুবন জোড়া আলো।

আর যেওনা মাগো তুমি

থাকো সবার ঘরে,

অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।

সব ভালো হোক দুহাত পেতে

মায়ের কাছে চাই,

আশ্বিনের এই শারদ প্রাতে

আনন্দ গান গাই …

দুগ্গা এলো দুগ্গা এলো

মন লাগেনা রে,

বুকের ভেতর ঢ্যাংকুরাকুর

বাদ্যি বাজে রে,

দুগ্গা এলো দুগ্গা এলো

দুগ্গা এলো দুগ্গা এলো ..

দুগ্গা এলো লিরিক্স – আকৃতি কক্কর দূর্গা পূজার গান ২০২০ :

Shiuli phooler nolok debo

Debo kancher churi

Khopay ami bedhe debo

Holud sonajhuri

Nupur debo jhumko lotar

Kolka parer shari

Shaluk fuler megh muluke

Haway Taane gari

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish