Song Lyrics

Visit the latest Song Lyrics on our site.

Recently added

০৪. মুকুর লয়ে কে গো বসি
0

০৪. মুকুর লয়ে কে গো বসি

[ad_1] ৪গৌড় সারং-এর পরে অন্য প্রহরকে পরিচয় করে দেওয়ার জন্য আসেন মুলতান রাগের তীব্র মধ্যম। মুলতান রাগের এক ‘মা’ – অর্থাৎ এতে কেবল কড়ি ‘মা’ লাগে। ...
০৩. ভবনে আসিল অতিথি সুদূর
0

০৩. ভবনে আসিল অতিথি সুদূর

[ad_1] ৩টোড়ির পর যে সব সারং গীত হয় তার মধ্যে শুদ্ধ সারং ও গৌড় সারং ছাড়া অন্য রাগে তীব্র মধ্যম নেই। গৌড় সারংকে দিনের বেহাগও বলা হয়। দুপুর বেলায় এই ...
০২. উদার প্রাতে কে উদাসী এলে
0

০২. উদার প্রাতে কে উদাসী এলে

[ad_1] ২টোড়ি রাগিণী দ্বিতীয় প্রহরে গীত হয়। ভৈরবী আশাবরি গান্ধারী প্রভৃতি রাগিণীর পর রাগের তীব্র মধ্যম তীব্র সুরে জানিয়ে দেয় যে, দিনের দ্বিতীয় ...
০১. পিউ পিউ বিরহী পাপিয়া বোলে
0

০১. পিউ পিউ বিরহী পাপিয়া বোলে

[ad_1] ১এক অহোরাত্র আট প্রহরে বা যামে বিভক্ত। অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় এক প্রহর বা যাম। সংগীতের স্বর সপ্তকের মধ্যে কড়ি ‘মা’ বা তীব্র মধ্যম স্বর এই ...
রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে
0

রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে

[ad_1] ৬রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে কাঁদে ইউসুফ তরে। অশ্রু তাহার দূর নভ হতে রাতের শিশিরে ঝরে॥ আসে বসন্ত ফোটে ...
লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে
0

লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে

[ad_1] ৫লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে তব রূপ হায় রূপায়িত হল শুধু হেরেমের আরশিতে॥ অমৃত ...
চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি
0

চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি

[ad_1] ৩ চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতী ...
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
0

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

[ad_1] ১মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল      মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল (যেন) বৃন্দাবনের এক মুঠো প্রেম আজও করে ঝলমল (কত) সম্রাট হল ...
০৮. যারে হাত দিয়ে মালা দিতে পার নাই 
0

০৮. যারে হাত দিয়ে মালা দিতে পার নাই 

[ad_1] এই তীর্থধামে মিলনের ব্রজে বেজে ওঠে মাথুরের বিদায়-বাঁশি। যে-বিরহ আনে অশ্রু, সেই বিরহই জ্বালায় আগুন। যে-মেঘ ফুল ফোটায়, সেই মেঘেই থাকে অশনি। ...
০৭. আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা
0

০৭. আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা

[ad_1] কঠিন গিরিমাটির তলে ফল্লুধারার মতো উদাসীন পুরুষের গৈরিক বসনের অন্তরালে যে বেদনার ঝরনা-ধারা, তাকেই লক্ষ করে গেয়ে ওঠে নিবেদিতা নারী– (গান) ...
০৬. আমায় নহে গো, ভালোবাসো মোর গান
0

০৬. আমায় নহে গো, ভালোবাসো মোর গান

[ad_1] অভিমানী সুরের কবি অকারণে অকরুণ হয়ে ওঠে মনে মনে। তার কেবলই মনে হয়, হৃদয়ের এই জলাভূমিতে নিশীথ-রাতে যে আলো দেখা যায় তা আলো নয়–আলেয়া। এই ...
০৫. শুনিতে চেয়ো না আমার মনের কথা
0

০৫. শুনিতে চেয়ো না আমার মনের কথা

[ad_1] মৃদুভাষিণী তরুণী মৃদু মৃদু হাসে আর বলে– (গান) শুনিতে চেয়ো না আমার মনের কথা। দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে কহে যাহা বন-লতা॥ চুপ করে চাঁদ সুদূর ...
০৪. কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে
0

০৪. কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে

[ad_1] অতনুর এই রসলোকে বয়ে যায় অনন্ত রসের প্রবাহিণী। মুখে হাসি, চোখে জল–যেন রোদে রোদে বৃষ্টি। অন্তরে অনুরাগ, বাহিরে রাগ–যেন সাপে-মানিকে জড়াজড়ি। ...
০৩. চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে
0

০৩. চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে

[ad_1] এই তীর্থ-ভূমির গোপন বেদনা-কুঞ্জে বসে ভীরু কিশোরী ডাকে তার প্রিয়তমকে–রাতের রজনিগন্ধা যেমন করে ডাকে আকাশের চাঁদকে। সবাই যখন ঘুমায়, সে তখন ...
০২. আমার কথা লুকিয়ে থাকে
0

০২. আমার কথা লুকিয়ে থাকে

[ad_1] হৃদয়ের এই তীর্থ-ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য উদাসীন পুরুষ আর বিরহিণী নারীর অশ্রুমতী নদীর তীরে মিলন। নিবিড় বিরহের বেদনায় পুরুষ হয় নির্মম, ...
০৫. ঈদ মোবারক হো! ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
0

০৫. ঈদ মোবারক হো! ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ

[ad_1] এই কাবায় গেলে আজও হজরতের দিদার পাওয়া যায় – এবং হজরতের শাফায়ত পেলে আল্লার দিদার পাওয়া যায়। এই আরফাতে নিত্য মিলন, নিত্য আনন্দ, সেখানে মৃত্যু ...
০৪. আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে
0

০৪. আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে

[ad_1] আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে।তাই হজরত এসে স্বপ্নে মাগো ধরেছিলেন হাতে॥যেদিন বাবা গেলেন কাবার হজে, বলেছিলেন কাঁদি –ধরে নবির কবর, ...
০৩. ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান
0

০৩. ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান

[ad_1] এই ইদজ্জোহার চাঁদে যে পশু কোরবানি দেওয়ার কথা আল্লাহ্ বলেছেন – সে পশু কেমন কোরআন – মজিদের সুরা বকরায় অষ্টম রুকুতে তার ইঙ্গিত আছে। যে গোরু ...
০২. নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার
0

০২. নাই হল মা বসন ভূষণ এই ঈদে আমার

[ad_1] ইব্রহিম গিয়ে তাঁর পুত্রকে আল্লাহের আদেশ শোনাতেই ইসমাইল আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, ‘আল্লাহকে অশেষ ধন্যবাদ আমার পরম সৌভাগ্য যে, আল্লাহ তাঁর ...
০১. ঈদজ্জোহার তকবির শোন ঈদগাহে
0

০১. ঈদজ্জোহার তকবির শোন ঈদগাহে

[ad_1] ঈদজ্জোহা(প্রথমে দূরাগত আজানের ধবনি–Fade in আজান Fade out–) (গান) ঈদজ্জোহার তকবির শোন ঈদগাহে। (তার) কোরবানির সামান নিয়ে চল রাহে॥ কোরবানির ...
এবার নবীন মন্ত্রে হবে
0

এবার নবীন মন্ত্রে হবে

[ad_1] (পুরুষ ও নারীর গান) এবার নবীন মন্ত্রে হবে এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্‌বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন॥ সকল জাতির ...
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
0

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

[ad_1] (জনৈকা ভিখারিনির গান)খড়ের প্রতিমা পূজিস রে তোরা খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিসনে॥ প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে হায় রে ...
মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই
0

মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই

[ad_1] (ধরার মানুষের গান) মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই (মোরা) মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই। (আসে) খড়ের প্রতিমা হয়ে মা আমাদের তাই॥ ...
মাকে ভাসায়ে ভাটির স্রোতে
0

মাকে ভাসায়ে ভাটির স্রোতে

[ad_1] জনৈক দেবতা : আমরা দেবতা হলে কী হবে, কথায় ও কান্নায় ধরণির মানুষকে জিততে পারব না।মানুষ : মা গো! জানি আমরা দুর্বল। রোগ, শোক, দুঃখ, জরা, ...
বিজয়োৎসব ফুরাইল মা গো
0

বিজয়োৎসব ফুরাইল মা গো

[ad_1] বিজয়া[বিজয়ার ঢাক-ঢোল বাজিতেছে। নাট-মন্দির হইতে সানাই-এর করুণ সুর (মুলতানি বা পুরবি) ভাসিয়া আসিতেছে।][ঊর্ধ্ব হইতে দেবদেবীদের সংগীত ভাসিয়া ...
কী দশা হয়েছে মোদের
0

কী দশা হয়েছে মোদের

[ad_1] আগমনি কী দশা হয়েছে মোদের কী দশা হয়েছে মোদের            দেখ মা উমা আনন্দিনী। (তোর) বাপ হয়েছে পাষাণ গিরি            মা হয়েছে পাগলিনি॥ (মা) ...
আয় মা উমা, রাখব এবার
0

আয় মা উমা, রাখব এবার

[ad_1] আগমনিআয় মা উমা, রাখব এবার আয় মা উমা, রাখব এবার ছেলের সাজে সাজিয়ে তোরে। (ওমা) মা-র কাছে তুই রইবি নিতুই, যাবি না আর শ্বশুর-ঘরে॥ মা হওয়ার মা ...
জয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে
0

জয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে

[ad_1] গঙ্গা-বন্দনাজয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে (জয়) বিগলিত করুণা-রূপিণী গঙ্গে। (জয়) কলুষহারিণী পতিতপাবনী নিত্যাপবিত্রা যোগী-ঋষিসঙ্গে॥ ...
আমার মা যে গোলাপ সুন্দরী
0

আমার মা যে গোলাপ সুন্দরী

[ad_1] আমার মা যে গোলাপ সুন্দরী (আমার) মা যে গোলাপ সুন্দরী। এক বৃন্তে কৃষ্ণকলি, অপরাজিতার মঞ্জরী॥ (সে) আধেক পুরুষ আধেক কৃষ্ণা নারী অর্ধ কালী অর্ধ ...
তোর রাঙা পায়ে নে মা শ্যামা
0

তোর রাঙা পায়ে নে মা শ্যামা

[ad_1] তোর রাঙা পায়ে নে মা শ্যামা তোর রাঙা পায়ে নে মা শ্যামা আমার প্রথম পূজার ফুল। ভজন-পূজন জানি না মা হয়তো হবে কতই ভুল॥ দাঁড়িয়ে দ্বারে ‘মা, মা’ ...
তোমার পূজার ফুল ফুটেছে
0

তোমার পূজার ফুল ফুটেছে

[ad_1] তোমার পূজার ফুল ফুটেছে তোমার পূজার ফুল ফুটেছে মা গো আমার মনে। তুমিই এসে লহ যে ফুল তোমার শ্রীচরণে॥ কখন তুমি মনের ভুলে চরণ দিয়ে হৃদয় ছুঁলে, ...
মা মেয়েতে খেলব পুতুল
0

মা মেয়েতে খেলব পুতুল

[ad_1] মা মেয়েতে খেলব পুতুল মা মেয়েতে খেলব পুতুল আয় মা আমার খেলা-ঘরে। (আমি) মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥ কাঙাল অবোধ করবি যারে বুকের ...
তুই কালি মেখে জ্যোতি ঢেকে 
0

তুই কালি মেখে জ্যোতি ঢেকে 

[ad_1] তুই কালি মেখে জ্যোতি ঢেকে  (তুই) কালি মেখে জ্যোতি ঢেকে             পারবি না মা ফাঁকি দিতে। (ওই) অসীম আঁধার হয় যে উজল             মা তোর ...
কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
0

কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে

[ad_1] কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে। (ও মা) বরাভয়া, ভয়ংকরীর সাজ পেলি তুই কোথা থেকে॥ (তোর) ...
শ্যামা নামের ভেলায় চড়ে
0

শ্যামা নামের ভেলায় চড়ে

[ad_1] শ্যামা নামের ভেলায় চড়ে শ্যামা নামের ভেলায় চড়ে                   কাল-নদীতে দুলি  ঘাটে ঘাটে ঘটে ঘটে                   সুরের লহর তুলি।   ...
ওরা আমার কেহ নয়
0

ওরা আমার কেহ নয়

[ad_1] ওরা আমার কেহ নয় (ওরা) আমার কেহ নয়। আজ এসেছে রইবে না কাল, আমার কেহ নয়। মা গো ওরা তোরে শুধু আড়াল করে রয়॥ (ওরা) মোর ইচ্ছায় আসেনিকো কেহ (ওরা) ...
তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ
0

তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ

[ad_1] তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ। দীনতারিণী, মঙ্গলময়ী শরণাগত প্রাণ॥ যখন পরম নির্ভরতায় শরণ যাচি ...
মা ব্রহ্মময়ী জননী মোর
0

মা ব্রহ্মময়ী জননী মোর

[ad_1] মা ব্রহ্মময়ী জননী মোর (মা) ব্রহ্মময়ী জননী মোর (মোরে) অব্রাহ্মণ কে বলে? শ্যামা নামের জঠরে মোর           নব জন্ম ভূতলে॥ (মা) চণ্ডিকারে মা ...
ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে
0

ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে

[ad_1]   ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে।   জীবন্ত শব নিত্য মোরা চিতাগ্নিতে মরি জ্বলে॥            ...
নন্দলোক হতে আমি এনেছি রে মহামায়ায়
0

নন্দলোক হতে আমি এনেছি রে মহামায়ায়

[ad_1] নন্দলোক হতে আমি এনেছি রে মহামায়ায় নন্দলোক হতে আমি এনেছি রে মহামায়ায়। বন্ধ যথায় বন্দি যত কংস রাজার অন্ধ কারায়॥ বন্দি জাগো! ভাঙো আগল ফেল রে ...
ঝড়
0

ঝড়

[ad_1] ঝড়[পশ্চিম তরঙ্গ] ঝড় – ঝড় – ঝড় আমি – আমি ঝড় – শন – শন – শনশন শন –ক্কড়ক্কড় ক্কড় – কাঁদে মোর আগমনি আকাশ বাতাস বনানীতে। জন্ম মোর পশ্চিমের ...
মুক্ত-পিঞ্জর
0

মুক্ত-পিঞ্জর

[ad_1] মুক্ত-পিঞ্জর ভেদি দৈত্য-কারা উদিলাম পুন আমি কারা-ত্রাস চির-মুক্ত বাধাবন্ধ-হারা উদ্দামের জ্যোতি-মুখরিত মহা-গগন-অঙ্গনে – হেরিনু, অনন্তলোক ...
অভিশাপ
0

অভিশাপ

[ad_1] অভিশাপ আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান! মম চরণের তলে, মরণের মার খেয়ে মরে ভগবান। আদি ও অন্তহীন আজ   মনে পড়ে সেই দিন – প্রথম ...
বিদ্রোহীর বাণী
0

বিদ্রোহীর বাণী

[ad_1] বিদ্রোহীর বাণী১ দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্!ঢের দেখালি ঢাক ঢাক আর গুড় গুড়, ঢের মিথ্যা ছল।এবার তোরা সত্য বল॥পেটে এক আর মুখে ...
ভূত-ভাগানোর গান
0

ভূত-ভাগানোর গান

[ad_1] ভূত-ভাগানোর গান[বাউল গান] ১ ওই তেত্রিশ কোটি দেবতাকে তোর তেত্রিশ কোটি ভূতে আজ নাচ বুড্‌ঢি নাচায় বাবা উঠতে বসতে শুতে! ও ভূত         যেই ...
পাগল পথিক
0

পাগল পথিক

[ad_1] পাগল পথিক[গান] এ কোন্‌ পাগল পথিক ছুটে এল বন্দিনী মা-র আঙিনায়। ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥ অধীন দেশের বাঁধন-বেদন কে এল ...
বিজয়-গান
0

বিজয়-গান

[ad_1] বিজয়-গান[গান] ওই অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়ল আকাশ-পথে। মা গো, তোমার রথ-আনা ওই রক্ত-সেনার রথে॥ ললাট-ভরা জয়ের টিকা, অঙ্গে নাচে অগ্নিশিখা, ...
সত্য-মন্ত্র
0

সত্য-মন্ত্র

[ad_1] সত্য-মন্ত্র[গান] পুথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক! বিধির বিধান সত্য হোক!! (এই) খোদার উপর খোদকারি তোর মানবে না আর সর্বলোক! ...
জাতের বজ্জাতি
0

জাতের বজ্জাতি

[ad_1] জাতের বজ্জাতি [গান] জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াত খেলছে জুয়া ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া॥ হুঁকোর জল আর ভাতের ...
চরকার গান
0

চরকার গান

[ad_1] চরকার গান    ঘোর –      ঘোর রে ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর ওই  স্বরাজ-রথের আগমনি শুনি চাকার শব্দে তোর॥    ১         তোর  ঘোরার শব্দে ...
যুগান্তরের গান
0

যুগান্তরের গান

[ad_1] যুগান্তরের গান[গান] বলো ভাই মাভৈঃ মাভৈঃ নবযুগ ওই এল ওই এল ওই রক্ত-যুগান্তর রে। বলো জয় সত্যের জয় আসে ভৈরব-বরাভয় শোনো অভয় ওই রথ-ঘর্ঘর রে॥ রে ...
শিকল-পরার গান
0

শিকল-পরার গান

[ad_1] শিকল-পরার গান এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥ তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় ...
মুক্তি-সেবকের গান
0

মুক্তি-সেবকের গান

[ad_1] মুক্তি-সেবকের গান[গান] ও ভাই মুক্তিসেবক দল! তোদের কোন্ ভায়ের আজ বিদায়-ব্যথায় নয়ান ছল-ছল? ওই কারা-ঘর তো নয় হারা-ঘর, হোথাই মেলে মা-র-দেওয়া ...
বন্দনা-গান
0

বন্দনা-গান

[ad_1] বন্দনা-গান[গান] কোরাস : শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি-তরবারি, আমরা তাদেরই ত্রিশ কোটি ভাই, গাহি বন্দনা-গীতি তারই॥ তাদেরই উষ্ণ শোণিত ...
মরণ-বরণ
0

মরণ-বরণ

[ad_1] মরণ-বরণ[গান] এসো এসো এসো ওগো মরণ! এই মরণ-ভীতু মানুষ-মেষের ভয় করো তো হরণ॥        না বেরিয়েই পথে যারা পথের ভয়ে ঘরে        বন্ধ-করা অন্ধকারে ...
আত্মশক্তি
0

আত্মশক্তি

[ad_1] আত্মশক্তি[গান] এসো বিদ্রোহী মিথ্যা-সূদন আত্মশক্তি বুদ্ধ বীর!আনো উলঙ্গ সত্যকৃপাণ, বিজলি-ঝলক ন্যায়-অসির। তূরীয়ানন্দে ঘোষো সে আজ‘আমি আছি’– ...
অভয়-মন্ত্র
0

অভয়-মন্ত্র

[ad_1] অভয়-মন্ত্র[গান] বল, নাহি ভয়, নাহি ভয়! বল, মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়! কোরাস : বল, হউক গান্ধি বন্দি, মোদের সত্য বন্দি নয়। বল, মাভৈঃ মাভৈঃ ...
উদ্‌বোধন
0

উদ্‌বোধন

[ad_1] উদ্‌বোধন[গান] বাজাও প্রভু বাজাও ঘন বাজাওভীম বজ্র-বিষাণেদুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! অগ্নি-তূর্য কাঁপাক সূর্যবাজুক রুদ্রতালে ভৈরব –দুর্জয় ...
বোধন
0

বোধন

[ad_1] বোধন[গান] ১ দুঃখ কী ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥কেঁদো না, দমো না, বেদনা-দীর্ণ ...
তূর্য-নিনাদ
0

তূর্য-নিনাদ

[ad_1] তূর্য-নিনাদ [গান] কোরাস : (আজ) ভারত-ভাগ্য-বিধাতার বুকে গুরু-লাঞ্ছনা-পাষাণ-ভার,   আর্ত-নিনাদে হাঁকিছে নকিব, – কে করে মুশকিল আসান তার? ...
সেবক
0

সেবক

[ad_1] সেবক সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়? শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, – বজ্র-হাতে ...
আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
0

আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!

[ad_1] [আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!] আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ! গাইবি আবার কণ্ঠছেঁড়া বিষ-অভিশাপ-সিক্ত গান। আয় রে চির-তিক্ত প্রাণ! আয় ...
হিন্দি গান
0

হিন্দি গান

[ad_1] হিন্দি গান ॥ ১॥ আজ বন-উপবন-মে চঞ্চল মেরে মন-মে মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম। সুনো মোহন নূপুর গুঁজত হ্যায়, বাজে মুরলী বোলে রাধা ...
আগা মুরগি লে কে ভাগা
0

আগা মুরগি লে কে ভাগা

[ad_1] আগা মুরগি লে কে ভাগা[সুর : ‘একদা তুমি প্রিয়ে আমারই এ তরুমূলে’] একদা তুমি আগা দৌড়ে কে ভাগা মুরগি লেকে। তোমারে ফেলনু চিনে ওই আননে জমকালো চাপ ...
অপরূপ সে দুরন্ত
0

অপরূপ সে দুরন্ত

[ad_1] অপরূপ সে দুরন্ত   ভাব-বিলাসী অপরূপ সে দুরন্ত,  বাঁধন-হারা মন সদা তার উড়ন্ত! সে ঘুরে বেড়ায় নীল আকাশে।            চাঁদের সাথে মুচকি হাসে,   ...
সালাম অস্ত-‘রবি’
0

সালাম অস্ত-‘রবি’

[ad_1] সালাম অস্ত-‘রবি’ কাব্য-গীতির শ্রেষ্ঠ স্রষ্টা, দ্রষ্টা, ঋষি ও ধ্যানীমহাকবি রবি অস্ত গিয়াছে! বীণা, বেণুকা ও বাণীনীরব হইল। ধূলির ধরণি জানি না ...
বন্ধন
0

বন্ধন

[ad_1] বন্ধন অনন্তকাল এ-অনন্তলোকে মন-ভোলানোরে তার খুঁজে ফিরে মন। দক্ষিণা-বায় চায় ফুল-কোরকে ; পাখি চায় শাখী, লতা-পাতা-ঘেরা বন। বিশ্বের কামনা এ – ...
গান
0

গান

[ad_1] গান আমার বিফল পূজাঞ্জলি অশ্রু-স্রোতে যায় যে ভেসে। তোমার আরাধিকার পূজা হে বিরহী, লও হে এসে। খোঁজে তোমায় চন্দ্র তপন, পূজে তোমায় বিশ্বভুবন, ...
শাখ-ই-নবাত
0

শাখ-ই-নবাত

[ad_1] শাখ-ই-নবাত[‘শাখ-ই-নবাত’ বুলবুল-ই-শিরাজ কবি হাফিজের মানসীপ্রিয়া ছিলেন।] শাখ-ই-নবাত শাখ-ই-নবাত! মিষ্টি রসাল ‘ইক্ষু-শাখা’।বুলবুলিরে গান শেখাল ...
উঠিয়াছে ঝড়
0

উঠিয়াছে ঝড়

[ad_1] উঠিয়াছে ঝড় উঠিয়াছে ঝড়, কড় কড় কড় ঈশানে নাকাড়া বাজিছে তার,ওরে ভীরু, ওঠ, এখনই টুটিবে ধমকে তাহার রুদ্ধ দ্বার!কৃষ্ণ মেঘের নিশান তাহার দোলে ...
অমৃতের সন্তান
0

অমৃতের সন্তান

[ad_1] অমৃতের সন্তান নীহারিকালোকে অনিমিখে চেয়ে আছেন বৈজ্ঞানিক,কত শত নব সূর্য জনমি রাঙায় অজানা দিক!আমি চেয়ে আছি তোদের পানে যে, ওরে ও শিশুর দল,নূতন ...
আত্মগত
0

আত্মগত

[ad_1] আত্মগত আর জিজ্ঞাসা করিব না কোনো কথা আপনার মনে কয়ে যাব আমি আপন মনের ব্যথা। ভোরের প্রথম-ফোটা ফুলগুলি গোপনে তুলিয়া আনি অঞ্জলি দিতে তোমার ...
পুরববঙ্গ
0

পুরববঙ্গ

[ad_1] পুরববঙ্গ পদ্ম-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব-দিগন্তে তরুণ অরুণ বীণা বাজে তিমির বিভাবরী-অন্তে। ব্রাহ্ম মুহুর্তের সেই পুরবাণী জাগায় সুপ্ত প্রাণ ...
ছন্দিতা
0

ছন্দিতা

[ad_1] ছন্দিতা ১। ‘স্বাগতা’ – ১৬ মাত্রা (তা – না তা – নাবাবা –                তা – নানা – তা – তা -)   স্বাগতা কনক-চম্পক-বর্ণা       ছন্দিতা চপল ...
কবির মুক্তি
0

কবির মুক্তি

[ad_1] কবির মুক্তি[আধুনিকী] মিলের খিল খুলে গেছে! কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল – কেঁচোর মতন – পেটের পাঁকে কথার কাতুকুতু! কথা কি ‘কথক’ নাচ নাচবে ...
টাকাওয়ালা
0

টাকাওয়ালা

[ad_1] টাকাওয়ালা জলের সাগরে আসিনু বাহিতে তরি,‘জল দাও’ বলে কাঁদে সর্বহারার দল –চারিদিকে জল, জলের তৃষায় মরি!টাকা নাই নাকি শুনি টাঁকশালে এসে,টাকার ...
বোমার ভয়
0

বোমার ভয়

[ad_1] বোমার ভয় বোমার ভয়ে বউ, মা, বোন, নেড়রি গেঁড়রি লয়েদিগ্‌বিদিকে পলায় ভীরু মানুষ মৃত্যু ভয়ে!কোনখানে হায় পলায় মানুষ, মৃত্যু কোথায় নাই?পলাতকের ...
জোর জমিয়াছে খেলা
0

জোর জমিয়াছে খেলা

[ad_1] জোর জমিয়াছে খেলা জোর জমিয়াছে খেলা! ক্যালকাটা মাঠে সহসা বিকালবেলা। এই জনগণ-অরণ্যে যেন বহিত না প্রাণবায়ু, শিথিল হইয়া ছিল যেন সব স্নায়ু! সহসা ...
গোঁড়ামি ধর্ম নয়
0

গোঁড়ামি ধর্ম নয়

[ad_1] গোঁড়ামি ধর্ম নয় শুধুগুণ্ডামি, ভণ্ডামি আর গোঁড়ামি ধর্ম নয়,এই গোঁড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়।এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম ...
এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’
0

এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’

[ad_1] এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’ উহারা প্রচার করুক, হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ ;আমরা বলিব, ‘সাম্য, শান্তি, এক আল্লাহ্‌ জিন্দাবাদ।’উহারা চাহুক ...
মহাত্মা মোহ্‌সিন
0

মহাত্মা মোহ্‌সিন

[ad_1] মহাত্মা মোহ্‌সিন[গান] সকল জাতির সব মানুষের বন্ধু হে মোহ্‌সিন!এ যুগে তুমিই শোধ করিয়াছ এক আল্লার ঋণ॥ভোগ করনিকো বিপুল বিত্ত পেয়ে,ভিখারি হইলে ...
একি আল্লার কৃপা নয়?
0

একি আল্লার কৃপা নয়?

[ad_1] একি আল্লার কৃপা নয়? একি আল্লার কৃপা নয়? একি তাঁর সাহায্য নয়? যেথা ছিল শুধু পরাজয় ভয়, সেখানে পাইলে জয়! রক্তের স্রোত বহাতে যাহারা এসেছিল এই ...
আল্লার রাহে ভিক্ষা দাও
0

আল্লার রাহে ভিক্ষা দাও

[ad_1] আল্লার রাহে ভিক্ষা দাও (‘ফি সবিলিল্লাহ্’) মোর পরম-ভিক্ষু আল্লার নামে চাই   ভিক্ষা দাও গো মাতা পিতা বোন ভাই,      দাও ভিখারিরে ভিক্ষা দাও। ...
বকরীদ
0

বকরীদ

[ad_1] বকরীদ ‘শহিদান’দের ঈদ এল বকরীদ!অন্তরে চির-নওজোয়ান যে তারই তরে এই ঈদ।আল্লার রাহে দিতে পারে যারা আপনারে কোরবান,নির্লোভ নিরহংকার যারা, যাহারা ...
তোমারে ভিক্ষা দাও
0

তোমারে ভিক্ষা দাও

[ad_1] তোমারে ভিক্ষা দাও বলো হে পরম প্রিয়-ঘন মোর স্বামী!আমাতে কাহারও অধিকার নাই, এক সে তোমার আমি।ভালো ও মন্দে মধুর দ্বন্দ্বে কী খেলা আমারে ...
সকল পথের বন্ধু
0

সকল পথের বন্ধু

[ad_1] সকল পথের বন্ধু হে আনন্দ-প্রেম-রসঘন, মধুরম, মনোহর!একী মদিরার আবেশে নেশায় কাঁপে তনু থরথর!হৃদি-পদ্মিনী নিঙাড়িয়া বঁধু –আনিতে চাও কি ...
ডুবিবে না আশাতরি
0

ডুবিবে না আশাতরি

[ad_1] ডুবিবে না আশাতরি তুমি ভাসাইলে আশাতরি, প্রভু, দুর্দিন ঘন ঝড়ে,ততবার ঝড় থেমে যায়, তরি যতবার টলে পড়ে।তুমি যে-তরির কাণ্ডারি তার ডুবিবার ভয় ...
বিশ্বাস ও আশা
0

বিশ্বাস ও আশা

[ad_1] বিশ্বাস ও আশা বিশ্বাস আর আশা যার নাই, যেয়ো না তাহার কাছে,নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে ।শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে ...
en_USEnglish