অ-বেলায়

Any SubtitleJune 30, 2023

[ad_1]

অ-বেলায়

     বৃথাই ওগো কেঁদে আমার কাটল যামিনী।  
     অবেলাতেই পড়ল ঝরে কোলের কামিনী –  
                ও  সে শিথিল কামিনী।
  
            খেলার জীবন কাটিয়ে হেলায়  
            দিন না যেতেই সন্ধেবেলায়  
            মলিন হেসে চড়ল ভেলায়
                        মরণ-গামিনী।
আহা   একটু আগে তোমার দ্বারে কেন নামিনি।  
                  আমার  অভিমানিনী।

       ঝরার আগে যে কুসুমে দেখেও দেখি নাই
ও যে   বৃথাই হাওয়ায় ছড়িয়ে গেল, ছোট্ট বুকের একটু সুরভি
       আজ তারই সেই শুকনো কাঁটা বিঁধচে বুকে ভাই –
 আহা   সেই সুরভি আকাশ কাঁদায় ব্যথায় যেন সাঁঝের পুরবি  
            জানলে না সে ব্যথাহতা  
            পাষাণ-হিয়ার গোপন কথা,  
            বাজের বুকেও কত ব্যথা  
                      কত  দামিনী!
  
আমার   বুকের তলায় রইল জমা গো –
        না-কওয়া সে অনেক দিনের অনেক কাহিনি।
 আহা    ডাক দিলি তুই যখন, তখন কেন থামিনি!
                    আমার অভিমানিনী।

 

দৌলতপুর, কুমিল্লা
বৈশাখ ১৩২৮

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish