আমি কেন হেরিলাম নবঘনশ্যাম 

Any SubtitleJune 26, 2023

[ad_1]

কীর্তন

আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
কালারে কালো কালিন্দী-কূলে।
সে যে বাঁশরির তানে সকরুণ গানে
           ডাকিল প্রেম-কদম্ব-মূলে।
তার সাগর-অতল ডাগর আঁখির কূলে
           সে কী ঢেউ উঠিল দুলে॥
সখী সে কী সকরুণ আঁখি লো
ভয়- অনুরাগ-মাখামাখি লো,
তার অশ্রু-সজল আঁখি ছলছল
           দূর মেঘপানে ডাকিল॥
কেন কলস ভরিতে গেনু যমুনা-তীরে,
মোর কলাসির সাথে গেল ভাসি লাজ-কুল-মান
           আকুল নীরে।
কলসির জল মোর নয়নে ভরিয়া সই
           আসিনু ফিরে॥
সখী লো,           তোদের সে রাই নাই,
তোদের      গোকুলের রাই গোকুলে নাই,
        এ-কুলে নাই ও কুলে নাই।
      গোকুলের রাই গোকুলে নাই।
সে যে হারাইয়া গেছে শ্যামের রূপে লো  
           নবীন নীরদে বিজলি-প্রায়।
সে রবি শশী সম ডুবিয়া গেছে লো  
           সুনীল রূপের গগন-গায়॥ 
হরি-চন্দন-পঙ্কে লো সখি  
           শীতল করে দে জ্বালা,  
দুলায়ে দে গলে বল্লভ-রূপী  
           শ্যাম পল্লব-মালা!  
নীল কমল আর অপরাজিতার  
শেজ পেতে দে লো কোমল বিথার,  
পেতে দে শয্যা পেতে দে, 
নীল শয্যা পেতে দে পেতে দে!
মোর শ্যামের স্মৃতির নীল শিখী-পাখা,  
      চূড়া বেঁধে কেশে গেঁথে দে!  
      পরাইয়া দে লো সখী
           অঙ্গে নীলাম্বরী,  
      জড়াইয়া কালো বরন  
           আমি যেন মরি॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish