আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে

Any SubtitleJune 26, 2023

[ad_1]

আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে।
আর দেখিবে না স্বপন রাতে গো
কেহ কাঁদে হাত ধরে।
তব মুখ ঘিরে আর মোর দু-নয়ন
ভ্রমরের মতো করিবে না জ্বালাতন
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে॥
তোমার ভুবনে পড়িবে না আর কোনোদিন ছায়া মম
তোমার পূর্ণচাঁদের তিথিতে আসিব না রাহু-সম।
আর শুনিবে না করুণ কাতর
এই ক্ষুধাতুর ভিখারির স্বর,
শুনিবে না আর কাহারও রোদন
রাতের আকাশ ভরে॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish