ওগো মা-ফাতেমা ছুটে আয়

Any SubtitleJune 27, 2023

[ad_1]

ওগো মা-ফাতেমা ছুটে আয়–
তোর দুলালের বুকে হানে ছুরি।
দিনের শেষে বাতি নিভিয়া যায় মাগো,
বুঝি আঁধার হলো মদিনা-পুরী॥

কোথায় শেরে-খোদা, জুলফিকার কোথা–
কবর ফেঁড়ে এস কারবালা যথা;
তোমার আওলাদ বিরান হলো আজি,
নিখিল শোকে মরে ঝুরি॥

কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি
যে গলে হোসেনের–
সহিছ কেমনে, সে গলে দুশমন
হানিছে শমসের!
রোজ হাশরে না-কি কওসরের পানি
পিয়াবে তোমরা গো গুনাহ্গারে আনি,
দেখ না কি চেয়ে, দুধের ছেলে-মেয়ে
পানি বিহনে মরে পুড়ি।।

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish