চপল সাথী

Any SubtitleJune 28, 2023

[ad_1]

প্রিয়!      সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ!
তোমার   ঐ চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণে॥
কোথায়   দূরে নূপুর বাজে তোমার পায়ে,
হেথায়    রোদন আমার ওঠে উথলায়ে,
তোমার   উদাসীন ঐ বিষম চলার ঘায়ে
আজ      কাঁপে আমার সকল শরম-ভরম।
এখন     ঐ দ্বিধাহীন চরণ করো মোর বুকে সম্বরণ।
তোমার   ঐ চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণে॥

তুমি       চলার ঝোঁকে দেখছো না হায় পড়ছে চরণ কোথায়,
                  ওগো     চপল পরান-প্রিয়!
হেরো    এবার তোমার পা পড়েছে আমার বুকের ব্যথায়
                  এখন    ধীরে চরণ নিয়ো।
তোমার  ঐ যে দোলন দোদুল-দোলা-চলায়,
আজ     পথ-পাগলের পথের নেশা ভোলায়,
এবার    থামাও সে দোল আমার বুকের তলায়,
আর      সরিয়ো না মোর ব্যথায়-বাজা চরণ।
আমার   ব্যথায় রেঙে হোক ও-চরণ নিখিল-মনোহরণে॥
ঐ        অধীর চরণ চলার নেশায় হলে বিপথগামী
                আমি    বাঁচব কি আর প্রিয়?
তোমার   বিপথ সে যে আমার তরে মৃত্যু-আঘাত, স্বামি!
               এখন    ধীরে চরণ নিয়ো।

ওগো    জানি জানি শুধু চলার সুখে
তুমি     পা ফেলেছ আমার ব্যথার বুকে,
ঐ        চলাই তোমার আমার গভীর দুখে,
শেষে    প্রেম হয়ে সে করল অবতরণ।
আজ     একা তোমার নয় ও-চরণ আমার নিখিল শরণ!
তোমার  ঐ চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণ!
প্রিয়      সামলে ফেলো চলো এবার চপল তোমার চরণে॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish