ডেকে ডেকে কেন সখী ভাঙালি ঘুমের ঘোর

Any SubtitleJune 26, 2023

[ad_1]

ভৈরবী – কারফা

ডেকে ডেকে কেন সখী ভাঙালি ঘুমের ঘোর।
স্বপনে মোর এসেছিল স্বপন-কুমার মনোচোর॥
সে যেন লো পাশে বসে কহিল হেসে হেসে
যাব না আর পরদেশে মোছো মোছো আঁখি-লোর॥
দেখাল তার হৃদয় খুলি, কহিল, হেরো প্রিয়ে
তোমার অধিক ব্যথা হেথায় তোমারে ব্যথা দিয়ে।
হেরিনু – মোর হিয়ার চেয়ে অধিক ক্ষত তার হৃদয়,
সে হৃদয়ে আমার ছবি, সকল হিয়া আমি-ময়।
তাহার জীবন-মালার মাঝে আমি যেন সোনার ডোর॥
কহিনু – বুঝেছি সখা তোমার দুখ দেওয়ার ছল,
ভালোবাসার ফুল না শুকায়, তাই চাহ মোর চোখের জল।
কাছে পেয়ে ভুলি যদি, করি যদি অনাদর,
তাই গেছিলে পরবাসে, চির-আপন হয় কি পর ।
জেগে দেখি কেঁদে কেঁদে ভিজেছে বুকের আঁচোর॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish