নীল পরি

Any SubtitleJune 30, 2023

[ad_1]

নীল পরি

ওই    সর্ষে ফুলে লুটাল কার
            হলুদ-রাঙা উত্তরি।
            উত্তরি-বায়    গো –
ওই    আকাশ-গাঙে পাল তুলে যায়
            নীল সে পরির দূর তরি॥
  
তার    অবুঝ বীণার সবুজ সুরে
            মাঠের নাটে পুলক পুরে,
ওই    গহন বনের পথটি ঘুরে 
      আসছে দূরে কচিপাতা দূত ওরই॥
      মাঠঘাট তার উদাস চাওয়ায়
            হুতাশ কাঁদে গগন মগন
      বেণুর বনে কাঁপচে গো তার  
            দীঘল শ্বাসের রেশটি সঘন।
তার    বেতস-লতায় লুটায় তনু,  
       দিগ্‌বলয়ে ভুরুর ধনু,
সে     পাকা ধানের হীরক-রেণু 
       নীল নলিনীর নীলিম-অণু 
            মেখেছে মুখ বুক ভরি॥

ট্রেনে কুমিল্লার পথে
চৈত্র ১৩২৭

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish