মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

Any SubtitleJuly 1, 2023

[ad_1]

মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

মহাকালের কোলে এসে  
         গৌরী হল মহাকালী।
শ্মশান-চিতার ভস্ম মেখে 
         ম্লান হল মা-র রূপের ডালি॥  
তবু মায়ের রূপ কি হারায়  
(সে যে) ছড়িয়ে আছে চন্দ্র-তারায়  
মায়ের রূপের আরতি হয়  
         নিত্য সূর্য-প্রদীপ জ্বালি॥  
উমা হল ভৈরবী হায়  
         বরণ করে ভৈরবেরে,
হেরি   শিবের শিরে জাহ্নবীরে  
         শ্মশানে মশানে ফেরে।

         অন্ন দিয়ে ত্রিজগতে  
         অন্নদা মোর বেড়ায় পথে,  
         ভিক্ষু শিবের অনুরাগে 
                 ভিক্ষা মাগে রাজদুলালি॥

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish