Ami Chai Thakte Song Lyrics (আমি চাই থাকতে) Nusraat Faria

Any SubtitleJune 25, 2023

Ami Chai Thakte  is the latest Bengali Song Sung by Nusraat Faria | Master D. Music Composed by Nusraat Faria | Master D. Ami Chai Thakte Lyrics In Bengali Written by Nusraat Faria | Master D and Song Programming Arrangements, Mixing and Mastering By Nusraat Faria | Master D.

ফারিয়া:

ভেবেছি

বারে বারে প্রেমে পড়েছি

মনে তারি ছবি এঁকেছি

আর ভালোবাসা কি আমি বুঝেছি।

মাষ্টার ডি:

মন ফেরে না, ঘরে ফেরে না

বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।

ফারিয়া:

মন সহে না, এই যন্ত্রনা

উদাস হয়ে ভেবে যাই তোকে।

তোর মনের মাঝেতে

তোর কথার ভাজেতে,

তোর ভাবনা গুলোতে

আমি চাই থাকতে।

মাষ্টার ডি:

তোর ঝুমকা দোলাতে

তোর হাতের চুড়িতে,

তোর লাল লাল ঠোঁটে

আমি চাই থাকতে।

ফারিয়া:

ও রে কি জাদু তুই করলি ?

কেরে নিলি ঘুম।

হয়ে যাবো আমি loka

My heart goes boom boom boom

মাষ্টার ডি:

ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি

মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি।

ফারিয়া:

মন ফেরে না, ঘরে ফেরে না

বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।

মাষ্টার ডি:

মন সহে না, এই যন্ত্রনা

উদাস হয়ে ভেবে যাই তোকে।

ফারিয়া:

তোর মনের মাঝেতে

তোর কথার ভাজেতে,

তোর ভাবনা গুলোতে

আমি চাই থাকতে।

মাষ্টার ডি:

তোর ঝুমকা দোলাতে

তোর হাতের চুড়িতে,

তোর লাল লাল ঠোটে

আমি চাই থাকতে।

ফারিয়া:

তোর হাতের ছোঁয়াতে

তোর ঘুমের ঘোরেতে,

তোকে সপ্ন দেখাতে

আমি চাই থাকতে।

মাষ্টার ডি:

তোর সপ্ন গুলোতে

তোর নাকের নোলোকে,

তোর গালের তিলেতে

আমি চাই থাকতে।

ফারিয়া:

তোর মনের মাঝেতে

তোর কথার ভাজেতে,

তোর ভাবনা গুলোতে

আমি চাই থাকতে।

মাষ্টার ডি:

তোর ঝুমকা দোলাতে

তোর হাতের চুড়িতে,

তোর লাল লাল ঠোটে

আমি চাই থাকতে।

আমি চাই থাকতে লিরিক্স – নুসরত ফারিয়া, মাস্টার ডি :

Vebechi bare bare preme porechi

Mone taari chobi ekechi

Aar valobasha ki ami bujhechi

Mon fere na ghore fere na

Bolna ki kori aaj ami toke niye

Mon sohe na ei jontrona

Udas hobe vebe jai toke

Tor moner majhete

Tor kothar vajete

Tor vabna gulote Ami chai thakte

Tor jhumka dolate

Tor haater churite

Tor laal laal thote Ami chai thakte

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish