Makhi Roddur Song Lyrics (মাখি রোদ্দুর) Subhamita Banerjee –

Any SubtitleJune 25, 2023

ভেসে যায় আজ সোহাগী চাঁদ

আশমানি বোবা মেঘ,

তারাখসে অবকাশে

ডানা পেয়েছে আবেগ,

কিছু রোদ্দুর, কিছু মেঘলা

কিছু আবছা মনে হয়,

কিছু হয়তো ভুল নয়তো

তারা গুনছি অসময়।

আমি টুপটাপ ঝরি চুপচাপ

মুড়ে শীতঘুম পাহারায়,

আকাশের গায়ে খোলা জানলায়

মাখি রোদ্দুর অবেলায়।

কিছু ভুলচুক আঙুলের বুক

নেশা বইছে বাতাসে,

কিছু মিথ্যে তবু জিততে

শুধু তুই নেই আপোষে।

তোর রন্ধ্রে কেনা গন্ধে

আমি মুগ্ধ আজীবন,

তোর ওষ্ঠে বড় কষ্টে

ঝরে পড়ছি কিছুক্ষন।।

ধরেছি গান খোলা ময়দান

কোষে লাগামে শহর,

আমি দূর্বায় সোনা বাংলায়

জানি তুই রাখিস খবর।

মিশে যাবো আলাদিনে

পাহাড়ের গায় ঝর্ণায়,

আমি দলছুট আমি বিদ্যুৎ

আমি ক্লান্তি মোহনায়।

আমি টুপটাপ ঝরি চুপচাপ

মুড়ে শীতঘুম পাহারায়,

আকাশের গায়ে খোলা জানলায়

মাখি রোদ্দুর অবেলায়।

কিছু ভুলচুক আঙুলের বুক

নেশা বইছে বাতাসে,

কিছু মিথ্যে তবু জিততে

শুধু তুই নেই আপোষে।

ক্লাসকেটে কেটেছি ছক

হয়ে ঘূর্ণি বারোমাস,

নখে চাঁদ তার চোখে রোশনাই

তবু বৃষ্টি ছুঁতে চাই।

যদি নাও চাস ফিরে অসবোই

চেনা ধানসিঁড়িটি তে,

পকেটের ফাঁক শূন্য থাক

মুঠো ভরে থাক প্রেমে।

মাখি রোদ্দুর লিরিক্স – শুভমিতা ব্যানার্জী :

Bhese jaay aaj sohagi chand

Ashmani boba megh

Tarakhose obokashe

Dana peyeche abeg

Kichu roddur kichu meghla

Kichu abcha mone hoy

Kichu hoyto bhul noyto

Tara gunchi oshomoy

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

en_USEnglish