Song Lyrics

Visit the latest Song Lyrics on our site.

Recently added

ফুল-ফাগুনের এল মরশুম
0

ফুল-ফাগুনের এল মরশুম

[ad_1] ভৈরবী – কারফা ফুল-ফাগুনের এল মরশুমবনে বনে লাগল দোল।কুসুম-শৌখিন দখিন হাওয়ারচিত্ত গীত-উতরোল॥অতনুর ওই বিষ-মাখা শরনয় ও দোয়েল শ্যামার শিস,ফোটা ...
কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি
0

কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি

[ad_1] ভীমপলশ্রী – কাওয়ালি কত আর এ মন্দিরে-দ্বার,            হে প্রিয় রাখিব খুলি।বয়ে যায় যে লগ্নের ক্ষণ            জীবনে ঘনায় গোধূলি॥নিয়ে   যাও ...
কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি
0

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি

[ad_1] পিলু – আদ্ধা কাওয়ালি কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারিকী যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥         হৃদি প্রাণ মন         বিভব রতন  ডারিনু চরণে, লহো ...
কত সে জনম কত সে লোক
0

কত সে জনম কত সে লোক

[ad_1] দুর্গা-মান্দ – দাদরা কত সে জনম কত সে লোকপার হয়ে এলে হে প্রিয় মোর।নিভে গেছে কত তপন চাঁদতোমারে খুঁজিয়া হে মনোচোর॥কত গ্রহে, প্রিয়, কত ...
প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর
0

প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর

[ad_1] পিলু – কারফা প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর।প্রাণ কাঁদে ব্যথায় বিরহ-বিধুর॥স্বপন-কুমারী, স্বপনে এসে  মিশাইলে কোন ঘুমের দেশে,  তড়িৎ-শিখা ...
বিদায়-সন্ধ্যা আসিল ওই
0

বিদায়-সন্ধ্যা আসিল ওই

[ad_1] ভীমপলশ্রী – একতালা বিদায়-সন্ধ্যা আসিল ওইঘনায় নয়নে অন্ধকার।হে প্রিয়, আমার যাত্রা-পথঅশ্রু-পিছল কোরো না আর॥এসেছিনু ভেসে স্রোতের ফুলতুমি কেন ...
পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়
0

পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়

[ad_1] পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়লহো আমার শেষ আরতি।ওগো আমার পরম-গতিওগো আমার পরম পতি॥বহু সে কাল বাহির-দ্বারেদাঁড়িয়ে আছি অন্ধকারে,এবার দেহের দেউল ...
বঁধু তোমার আমার এই যে বিরহ
0

বঁধু তোমার আমার এই যে বিরহ

[ad_1] বঁধু তোমার আমার এই যে বিরহএক জনমের নহে।তাই যত কাছে পাই তত এ হিয়ায়কী যেন অভাব রহে॥বারে বারে মোরা কত সে ভুবনে আসিদেখিয়া নিমেষে দুইজনে ...
জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ
0

জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ

[ad_1] জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ।আমি জলের কুমুদিনী ঝরিব জলেতুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ॥আমাদের মাঝে বঁধু বিরহ-বাতাসচিরদিন ফেলে ...
শুকনো পাতার নুপুর বাজে
0

শুকনো পাতার নুপুর বাজে

[ad_1] শুকনো পাতার নুপুর বাজেদখিন বায়ে!কে এলে গো কে এলে গো চপল পায়ে॥ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখিউঠল ডাকি বনের পাখি উঠল ডাকিনতুন চাঁদের জ্যোৎস্না ...
তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো
0

তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো

[ad_1] তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গোফুল ছড়িয়ে যাই।তারা ধূলায় পড়ে কাঁদে, বলে, ‘তোমার পরশ হতে চাই গোআলতা হতে চাই!’ওরা রাঙা হয়ে অনুরাগের ...
কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
0

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা

[ad_1] কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতাআর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতাসীতা – সীতা।বিরহে তোমার অরণ্যচারীকাঁদে রঘুবীর বল্কলধারী,ঝরা ...
নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও
0

নিশি পবন নিশি পবন ফুলের দেশে যাও

[ad_1] নিশি পবন! নিশি পবন! ফুলের দেশে যাওফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও॥মউ টুসটুস মুখখানি তারঢেউ খেলানো চুলভোমরার ঝাঁক ঘেরা যেন ভোরের পদ্ম ...
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
0

রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম

[ad_1] রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুমখেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়।ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলেকুসুম ছড়ায় পথের বালুকায়॥তার ভুরুর ধনুক বেঁকে ...
গাঙে জোয়ার এল ফিরে তুমি এলে কই
0

গাঙে জোয়ার এল ফিরে তুমি এলে কই

[ad_1] গাঙে জোয়ার এল ফিরে তুমি এলে কই।খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই॥কালোজামের ডালের ফাঁকেআমায় দেখে কোকিল ডাকে,আজও কেন যায় না দেখা তোমার নায়ের ...
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
0

তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা

[ad_1] (তুমি) শুনিতে চেয়ো না আমার মনের কথা।দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে –কহে যাহা বনলতা॥চুপ করে চাঁদ সুদূর গগনেমহাসাগরের ক্রন্দন শোনেভ্রমর কাঁদিয়া ...
সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে
0

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে

[ad_1] সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে।নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে॥মনে পড়ে যায় সহসা কখনজল-ভরা দুটি ডাগর নয়নপিঠ-ভরা চুল সেই চাঁপা ফুলফেলে ছুটে ...
কত ফুল তুমি পথে ফেলে দাও
0

কত ফুল তুমি পথে ফেলে দাও

[ad_1] কত ফুল তুমি পথে ফেলে দাও, মালা গাঁথ অকারণে।আমি চেয়েছিনু একটি কুসুম, সেই কথা পড়ে মনে॥তব ফুল-বনে কত ছায়া দোলেজুড়াইতে চেয়েছিনু তারই তলেচাহিলে ...
পদ্মার ঢেউ রে– ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যারে
0

পদ্মার ঢেউ রে– ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যারে

[ad_1] পদ্মার ঢেউ রে–ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যারে।এই পদ্মে ছিল রে যার রাঙা পাআমি হারায়েছি তারে॥মোর পরান – বঁধু নাই,পদ্মে তাই মধু নাই নাই ...
চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে
0

চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে

[ad_1] ‘চোখ গেল’ ‘চোখ গেল’ কেন ডাকিস রে–‘চোখ গেল’ পাখি রে!তোরও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে–‘চোখ গেল’ পাখি রে!তোর চোখের বালির জ্বালা জানে সবাই ...
গান ভুলে যাই মুখ পানে চাই
0

গান ভুলে যাই মুখ পানে চাই

[ad_1] গান ভুলে যাই মুখ পানে চাই, সুন্দর হে(সুন্দর মোর!)তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে(সুন্দর মোর!)তোমার অনুরাগে, ওগো বুলবুল!মোর গানের ...
মেঘলা নিশি-ভোরে মন যে কেমন করে
0

মেঘলা নিশি-ভোরে মন যে কেমন করে

[ad_1] মেঘলা নিশি-ভোরেমন যে কেমন করে,তারই তরে গো, মেঘবরন যার কেশ।বুঝি তাহারই লাগিহয়েছে বৈরাগীগেরুয়া-রাঙা গিরিমাটির দেশ॥মৌরি ফুলের খেতে, মৌমাছি ...
শোক দিয়েছ তুমি হে নাথ
0

শোক দিয়েছ তুমি হে নাথ

[ad_1] শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও!দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!যে হাত দিয়ে হানলে আঘাত(তুমি) অশ্রু মোছাও সেই ...
নদীর স্রোতে মালার কুসুম
0

নদীর স্রোতে মালার কুসুম

[ad_1] নদীর স্রোতে মালার কুসুমভাসিয়ে দিলাম প্রিয়আমায় তুমি নিলে না,মোর ফুলের পূজা নিয়ো।পথ-চাওয়া মোর দিনগুলিরেরেখে গেলাম নদীর তীরে,আবার যদি আস ...
সাপুড়িয়া রে বাজাও বাজাও
0

সাপুড়িয়া রে বাজাও বাজাও

[ad_1] সাপুড়িয়া রে ! বাজাও বাজাওসাপ খেলানোর বাঁশিকালিদহে ঘোর উঠিল তরঙ্গকালনাগিনি নাচে বাহিরে আসি॥ফণি-মনসার কাঁটা কুঞ্জতলে,গোখরো কেউটে এল দলে দলে ...
কেমনে হইব পার
0

কেমনে হইব পার

[ad_1] কেমনে হইব পারহে প্রিয়, তোমার আমার মাঝে এ বিরহের পারাবারনিশীথের চখাচখির মতনদুই কূলে থাকি কাঁদি দুইজনআসিল না দিন মোদের জীবনেঅন্তহীন ...
ওগো প্রিয়, তব গান
0

ওগো প্রিয়, তব গান

[ad_1] ওগো প্রিয়, তব গান!আকাশ গাঙের জোয়ারে উজান বহিয়া যায়।মোর কথাগুলি বুকের দুয়ারে–পথ খুঁজে নাহি পায়।ওগো দখিনা পবন, ফুলের সুরভি বহোওরই সাথে মোর ...
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
0

রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে

[ad_1] রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষেকাজরি নাচিয়া চল পুরনারী হরষে॥কদম তমাল ডালে দোলনা দোলে–কুহু পাপিয়া ময়ূর বোলে।মনের বনের মুকুল খোলে, নটশ্যাম ...
রাঙা মাটির পথে লো মাদল বাজে
0

রাঙা মাটির পথে লো মাদল বাজে

[ad_1] রাঙা মাটির পথে লো মাদল বাজেবাজে বাঁশের বাঁশি।বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো,রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।মাদলিয়ার ...
ছড়ায়ে বৃষ্টির বেলফুল
0

ছড়ায়ে বৃষ্টির বেলফুল

[ad_1] ছড়ায়ে বৃষ্টির বেলফুলদুলায়ে মেঘলা চাঁচর চুলচপল চোখে কাজল মেঘে আসিল কে॥বাজায়ে কে মেঘের মাদলভাঙালে ঘুম ছিটিয়ে জল,একা-ঘরে বিজলিতে এমন হাসি ...
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
0

স্বপ্নে দেখি একটি নতুন ঘর

[ad_1] স্বপ্নে দেখি একটি নতুন ঘর!তুমি আমি দু-জন প্রিয়, তুমি আমি দু-জন।বাহিরে বকুল-বনে কুহু পাপিয়ায়করে কুজন।আবেশে ঢুলি ফুল-শয্যায় শুইমুখ টিপে হাসে ...
আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা
0

আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা

[ad_1] আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা।তব কঠিন হিয়ার তলে জাগেকী গভীর ভালবাসা॥ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা,আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,কোন ...
মোমতাজ মোমতাজ তোমার তাজমহল
0

মোমতাজ মোমতাজ তোমার তাজমহল

[ad_1] মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল(যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম, ফিরদৌসের একমুঠো প্রেমআজও করে ঝলমল॥কত সম্ম্রাট হল ধূলি স্মৃতির গোরস্থানেপৃথিবী ...
দোলন-চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে
0

দোলন-চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে

[ad_1] (দোলন-চম্পা) দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতেচাঁদের সাথে।(শ্যাম) পল্লব-কোলে যেন দোলে রাধালতার দোলনাতে॥(যেন) দেব-কুমারীর শুভ্র ...
জুঁই-কুঞ্জে বন-ভোমরা গুঞ্জে গুনগুন
0

জুঁই-কুঞ্জে বন-ভোমরা গুঞ্জে গুনগুন

[ad_1] জুঁই-কুঞ্জে বন-ভোমরা গুঞ্জে গুনগুন!প্রেম-ঝরনার মধু-মঞ্জীর বাজে বক্ষে রুনুঝুন॥মন-গোলাপের পাঁপড়ি কাঁপে কেন গোস্বপন দেখে পালিয়ে যাওয়া বুলবুলি ...
আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান
0

আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান

[ad_1] আমায় নহে গো, ভালোবাস শুধু ভালোবাস মোর গান।বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান।চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচেগীত শেষে বীণা পড়ে থাকে ...
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
0

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

[ad_1] নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়কে যায়, কে যায় কে যায়।যেন জলে চলে থল-কমলিনীভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥কলসে কঙ্কণে রিনিঠিনি ঝনকেচমকায় উন্মন ...
ফুলের জলসায় নীরব কেন কবি
0

ফুলের জলসায় নীরব কেন কবি

[ad_1] ফুলের জলসায় নীরব কেন কবি?ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি।যে বীণা তোমার পায়ের কাছেবুকভরা সুর লয়ে জাগিয়া আছে,তোমার পরশে ছড়াক ...
মোর প্রিয়া হবে এসো রানি
0

মোর প্রিয়া হবে এসো রানি

[ad_1] মোর প্রিয়া হবে, এসো রানি,দেব খোঁপায় তারার ফুল।কর্ণে দোলাব তৃতীয়া তিথিরচৈতি চাঁদের দুল॥কন্ঠে তোমার পরাব বালিকাহংস-সারির দুলানো ...
বেদিয়া বেদিনি ছুটে আয় আয় আয় আয়
0

বেদিয়া বেদিনি ছুটে আয় আয় আয় আয়

[ad_1] বেদিয়া বেদিনি ছুটে আয় আয় আয় আয়।ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজেবাঁশিতে পরান মাতায়॥দলে দলে নেচে নেচে আয় চলেআকাশের শামিয়ানা তলেবর্শা তির ...
শাওন আসিল ফিরে সে ফিরে এল না
0

শাওন আসিল ফিরে সে ফিরে এল না

[ad_1] শাওন আসিল ফিরে, সে ফিরে এল নাবরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না॥ধানির-রং ঘাঘরি, মেঘ-রং ওড়নাপরিতে আমারে মা গো অনুরোধ কোরো নাকাজরির কাজলা মেঘ ...
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
0

মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী

[ad_1] মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।হে রূপকুমার! ঘুমিয়েছিলামসেদিন জাগিনি॥যেন আধোঘুমের ঘোরেদেখেছিলাম চুরি করে–চাইতে গিয়ে চোখের জলেচাইতে ...
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
0

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি

[ad_1] যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখিঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥রাতের বিরহ যবে প্রভাতে নিবিড় হবেঅকরুণ কলরবে গাহিবে পাখি।ঘুম ভাঙায়ে হাতে ...
উজান বাওয়ার গান গো এবার
0

উজান বাওয়ার গান গো এবার

[ad_1] উজান বাওয়ার গান গো এবার, গাসনে ভাটিয়ালি,আর গাসনে ভাটিয়ালি।নতুন আশার চাঁদ উঠেছে কুমড়ো জালির ফালিযেন কুমড়ো জালির ফালি॥‍বান এসেছে, বাঁধ ...
এ কূল ভাঙে ও কূল গড়ে এই তো নদীর খেলা
0

এ কূল ভাঙে ও কূল গড়ে এই তো নদীর খেলা

[ad_1] এ কূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা(রে ভাই) এই তো বিধির খেলা।সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা॥সেই নদীর ধারে কোন ভরসায়(ওরে বেভুল) ...
বন-বিহঙ্গ যাও রে উড়ে
0

বন-বিহঙ্গ যাও রে উড়ে

[ad_1] বন-বিহঙ্গ! যাও রে উড়েমেঘনা নদীর পারে।দেখা হলে আমার কথাকইয়ো গিয়া তারে॥কোকিল ডাকে বকুল-ডালেযে মালঞ্চে সাঁঝ-সকালেআমার বন্ধু কাঁদে সেথায়গাঙেরই ...
বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
0

বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে

[ad_1] বন্ধু! দেখলে তোমায় বুকের মাঝেজোয়ার ভাটা খেলে।আমি একলা ঘাটে কুলবধু, কেন তুমি এলেবন্ধু, কেন তুমি এলে॥আমার অঙ্গে কাঁটা দিয়ে ওঠে, বাজাও যখন ...
কত দূরে তুমি ওগো আঁধারের সাথি
0

কত দূরে তুমি ওগো আঁধারের সাথি

[ad_1] কত দূরে তুমি, ওগো আঁধারের সাথি।হাত ধরো মোর নিভিয়া গিয়াছে বাতি॥চলিতে চলিতে তোমার তীর্থপথেহারায়ে গিয়াছি অন্ধকারের স্রোতেএসে তুলে লও তোমার ...
এই বিশ্বে আমার সবাই চেনা
0

এই বিশ্বে আমার সবাই চেনা

[ad_1] এই বিশ্বে আমার সবাই চেনা, কেউ অচেনা নাইযারে দেখি হয় মনে সেই বন্ধু প্রিয় ভাইকেউ অচেনা নাই॥কোন সে লোকে, নাই তা মনেচেনা ছিল সবার সনেদেখে এদের ...
মোর গানের কথা যেন আলোকলতা
0

মোর গানের কথা যেন আলোকলতা

[ad_1] মোর গানের কথা যেন আলোকলতাযেন স্বর্ণলতা।মূল নাই ফুল নাই আছে শুধুবর্ণের বিহ্বলতা॥আকাশ-বনস্পতি জড়ায়েধরনির বুকে পড়ে গড়ায়েকখন কি আবেশে কার কথা ...
Adorbelar Gaan Song Lyrics Brishtilekha Nandini
0

Adorbelar Gaan Song Lyrics Brishtilekha Nandini

Adorbelar Gaan is the latest Bengali Song Sung by Brishtilekha Nandini | Rupankar. Music Composed by Bhaswar. Adorbelar Gaan Lyrics In Bengali ...
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে
0

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে

[ad_1] তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে,ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে।তব প্রিয়নাম ধরে ডাকিফুল সাড়া দেয় মেলি আঁখিতোমার নয়ন ...
Aamake Aamar Moto Thakte Dao (আমাকে আমার মতো থাকতে দাও) – Bangla Song Lyrics
0

Aamake Aamar Moto Thakte Dao (আমাকে আমার মতো থাকতে দাও) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আমাকে আমার মতো থাকতে দাওকন্ঠঃ অনুপম রায়কথাঃ অনুপম রায়সুরঃ অনুপম রায়অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো নামুভিঃ অটোগ্রাফ আমাকে আমার মতো ...
তুমি আমার সকাল বেলার সুর
0

তুমি আমার সকাল বেলার সুর

[ad_1] তুমি আমার সকাল বেলার সুরহৃদয় অলস-উদাস-করা অশ্রু-ভারাতুর॥ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায়ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়রাত্রি-শেষের ...
Ami Ajkal Bhalo Achhi (আমি আজকাল ভালো আছি) – Bangla Song Lyrics
0

Ami Ajkal Bhalo Achhi (আমি আজকাল ভালো আছি) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আমি আজকাল ভালো আছি কন্ঠঃ অনুপম রয় কথাঃ অনুপম রয় সুরঃ অনুপম রয় অ্যালবামঃ দ্বিতীয় পুরুষ আমি আজকাল ভালো আছি,তোকে ছাড়া রাতগুলো আলো – ...
ধর্মের পথে শহিদ যাঁহারা আমরা সেই সে জাতি
0

ধর্মের পথে শহিদ যাঁহারা আমরা সেই সে জাতি

[ad_1] ধর্মের পথে শহিদ যাঁহারা আমরা সেই সে জাতিসাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতিআমরা সেই সে জাতি॥পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল ...
Tui Ki Kore Dili (তুই কি করে দিলি) – Bangla Song Lyrics
0

Tui Ki Kore Dili (তুই কি করে দিলি) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ তুই কি করে দিলিকন্ঠঃ অনুপম রয়কথাঃ অনুপম রয়সুরঃ অনুপম রয়মুভিঃ ঘরে এন্ড বাইরে আমার চোখে চোখ রাখ তুইআমার কথা গুলোতোর হয়ে যেতে ...
বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা
0

বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা

[ad_1] বন্ধু আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা।আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশি ভোরের বেলা॥জোষ্ঠিমাসের গুমোট রে বন্ধু আসত নাকো নিঁদ,রাত্রে আসত নাকো ...
Rokto Diye Naam Likhechi (রক্ত দিয়ে নাম লিখেছি) – Bangla Song Lyrics
0

Rokto Diye Naam Likhechi (রক্ত দিয়ে নাম লিখেছি) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ রক্ত দিয়ে নাম লিখেছিশিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- সুজেয় শ্যাম)গীতিকারঃ আবুল কাশেম সন্দীপসুরকারঃ সুজেয় শ্যাম রক্ত দিয়ে নাম ...
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
0

কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে

[ad_1] কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখেমোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি-সম কাঁদে ও কেগভীর নিশীথে কন্ঠ জড়ায়েশ্রান্ত কেশভার গগনে ছড়ায়েহারানো প্রিয়া মোর এল ...
O Amar Bangla Ma Tor (ও আমার বাংলা মা তোর) – Bangla Song Lyrics
0

O Amar Bangla Ma Tor (ও আমার বাংলা মা তোর) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ ও আমার বাংলা মা তোরগীতিকারঃ আবুল ওমরাহ মোঃ ফখরুদ্দিনসুরকারঃ আলাউদ্দিন আলীশিল্পীঃ সাবিনা ইয়াসমীন ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের ...
তুমি প্রভাতের সকরুণ ভৈরবী
0

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী

[ad_1] তুমি প্রভাতের সকরুণ ভৈরবী,শিশির-সজল ভোরের আকাশে ভাসেতোমারই উদাস ছবি॥বিষাদ গভীর কার কল্পনারূপ ধরে তুমি ফের আনমনা।তোমারই মুরতি ধেয়ায় ...
Jonmo Amar Dhonno Holo (জন্ম আমার ধন্য হলো মাগো) – Bangla Song Lyrics
0

Jonmo Amar Dhonno Holo (জন্ম আমার ধন্য হলো মাগো) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ জন্ম আমার ধন্য হলো মাগোশিল্পীঃ সাবিনা ইয়াসমীনগীতিকারঃ নয়ীম গহরসুরকারঃ আজাদ রহমান জন্ম আমার ধন্য হলো মাগো,এমন করে আকুল হয়ে আমায় ...
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ
0

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ

[ad_1] তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?চাঁদের হেরিয়া কাঁদে চকোরিণী, বলে না তো কিছু চাঁদ॥চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুলফুল বলে না ...
Nongor Tolo Tolo Shomoy (নোঙ্গর তোল তোল) – Bangla Song Lyrics
0

Nongor Tolo Tolo Shomoy (নোঙ্গর তোল তোল) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ নোঙ্গর তোল তোলগীতিকারঃ নয়ীম গহরসুরকারঃ সমর দাসশিল্পীঃ কোরাস নোঙ্গর তোল তোলসময় যে হল হলনোঙ্গর তোল তোল।। (হেইয়া রে, হেইয়া হো,ও ...
বসন্ত মুখর আজি
0

বসন্ত মুখর আজি

[ad_1] বসন্ত মুখর আজিদক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি॥অকারণ ভাষা তার ঝরঝর ঝরেমুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে।পলাশ ...
O Amar Ei Bangla Vasha (ও আমার এই বাংলা ভাষা) – Bangla Song Lyrics
0

O Amar Ei Bangla Vasha (ও আমার এই বাংলা ভাষা) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ ও আমার এই বাংলা ভাষাশিল্পীঃ সাবিনা ইয়াসমিনগীতিকারঃ আব্দুল লতিফসুরকারঃ আব্দুল লতিফ ও আমার এই বাংলা ভাষাএই আমার দুখ-ভুলানো ...
Coffee Houser Sei Addata (কফি হাউজের সেই আড্ডাটা) – Bangla Song Lyrics
0

Coffee Houser Sei Addata (কফি হাউজের সেই আড্ডাটা) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ কফি হাউজের সেই আড্ডাটাকথাঃ গৌরী প্রসন্ন মজুমদারসুরঃ সুপর্ণ কান্তি ঘোষকন্ঠঃ মান্না দে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর ...
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
0

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

[ad_1] শাওন রাতে যদি স্মরণে আসে মোরেবাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে॥ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ-স্বপন-সমআঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ পরে॥ঝুরিবে পুবালি ...
Bichar Kori Chaiya Dekhi Sokolei Ami (বিচার করি চাইয়া দেখি সকলেই আমি) – Bangla Song Lyrics
0

Bichar Kori Chaiya Dekhi Sokolei Ami (বিচার করি চাইয়া দেখি সকলেই আমি) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ বিচার করি চাইয়া দেখি সকলেই আমিহাছন রাজা বিচার করি চাইয়া দেখি সকলেই আমিসোনা মামি ! সোনা মামি গো ! আমারেকরিলায় বদনামিআমি হইতে আল্লা ...
নন্দন বন হতে কে গো ডাক
0

নন্দন বন হতে কে গো ডাক

[ad_1] নন্দন বন হতে কে গো ডাক মোরে আধো-নিশীথে,ক্ষণে ক্ষণে ঘুম হারা পাখি কেঁদে ওঠে করুণ গীতে॥ভেঙে যায় ঘুম চেয়ে থাকি,চাহে চাঁদ ছলছল আঁখি,ঝরা চম্পার ...
Kotodin Ar Khelbe Hason (কতদিন আর খেলবে হাছন) – Bangla Song Lyrics
0

Kotodin Ar Khelbe Hason (কতদিন আর খেলবে হাছন) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ কতদিন আর খেলবে হাছনহাছন রাজা কতদিন আর খেলবে হাছন, ভবেরই খেলাখেলতে খেলতে হাছন রাজার না লাগে ভালাএই যে দেখ ভবের বাজার, কেবল এক ...
তেমনই চাহিয়া আছে নিশীথের তারাগুলি
0

তেমনই চাহিয়া আছে নিশীথের তারাগুলি

[ad_1] তেমনই চাহিয়া আছে নিশীথের তারাগুলি,লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি।ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম॥ঘুমায়ে পড়েছে সবে মোর ঘুম নাহি আসেতুমি যে ...
Oma Kali! Kali Go (ওমা কালী! কালী গো) – Bangla Song Lyrics
0

Oma Kali! Kali Go (ওমা কালী! কালী গো) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ ওমা কালী! কালী গোহাছন রাজা ওমা কালী ! কালী গো ! এতনি ভঙ্গিমা জানকত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয় মনমাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোধ ...
আমি পুরব দেশের পুরনারী
0

আমি পুরব দেশের পুরনারী

[ad_1] আমি পুরব দেশের পুরনারীগাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।পদ্মাকূলের আমি পদ্মিনী বঁধু গো,এনেছি শাপলা পদ্মের মধু গোঘন বনছায়ার শ্যামলী ...
Ego Mawla Tomar Lagi Hason Raja (এগো মওলা তোমার লাগি হাছন রাজা) – Bangla Song Lyrics
0

Ego Mawla Tomar Lagi Hason Raja (এগো মওলা তোমার লাগি হাছন রাজা) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ এগো মওলা, তোমার লাগি হাছন রাজাহাছন রাজা এগো মওলা, তোমার লাগি হাছন রাজা বাউলাভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলাদিনে রাইতে উঠে মনে, ...
মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
0

মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ

[ad_1] মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ গুবাক তরুর ঘন-কেয়ারিবালুচর, বেত বন, দেখা হত দুইজন, মন হত উনমন দোঁহারি॥গাছ থেকে টুপটাপ ঝরিত কালো জামজাম খেয়ে ...
Allah Bhobo Shomudro Re (আল্লা ভব সমুদ্ররে) – Bangla Song Lyrics
0

Allah Bhobo Shomudro Re (আল্লা ভব সমুদ্ররে) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আল্লা ভব সমুদ্ররেহাছন রাজা আল্লা ভব সমুদ্ রে আল্লা ভব সমুদ্ররে তরাইয়া লও মোরেতরান বরান চাই না আমি কেবল চাই তোরেতরাই মার যাই কর এর ...
ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো
0

ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো

[ad_1] ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো, সই লো দেখে আয়।বঁইচি বনের বিরহে বাউরি বাতাস বহে এলোমেলো গো,(সে) আড়বাঁশি বাজায় আড় চোখে তাকায়–তির হানার ...
Ami Moria Pai Jodi Shyamer Ranga Choron (আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ) – Bangla Song Lyrics
0

Ami Moria Pai Jodi Shyamer Ranga Choron (আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণহাছন রাজা আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবনমরিয়া ...
ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি
0

ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি

[ad_1] ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরিরাঙা অশোকের মঞ্জরীহাসে বনদেবী বেণিতে জড়ায়ে মালতীর বল্লরি, নব কিশলয় পরি।কুমুদি কালিকা ঈষৎ হেলিয়া, ...
Ami Na Loilam Allahjir Nam Re (আমি না লইলাম আল্লাজির নাম) – Bangla Song Lyrics
0

Ami Na Loilam Allahjir Nam Re (আমি না লইলাম আল্লাজির নাম) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আমি না লইলাম আল্লাজির নামহাছন রাজা আমি না লইলাম আল্লাজির নামনা কইলাম তার কামবৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলামভবের কাজে মত্ত হইয়া ...
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
0

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

[ad_1] যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।ভাঙবে সভা, বসব একা রেবা-নদীর তীরে–তখন এসো ফিরে॥গীত শেষে গগন-তলেশ্রান্ত তনু পড়বে ঢলেভালো যখন লাগবে না আর ...
Ami Tomar Kangali Go Sundori Radha (আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা) – Bangla Song Lyrics
0

Ami Tomar Kangali Go Sundori Radha (আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা) – Bangla Song Lyrics

[ad_1] শিরোনামঃ আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধাহাছন রাজা আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা,আমি তোমার কাঙ্গালী গো |তোমার লাগিয়া কন্দিয়া ...
en_USEnglish