Results found:

হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী

হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী।ভেদ পরিচয় দেয় না আমায়,ঐ দেখে ঝরে আঁখি।পাখি বুলি বলে শুনতে পাইরূপ কেমন দেখি না ভাইএতো বিষম ঘোর দেখি।চিনাল পেলে চিনে নিতামযেত মনের ঢুকঢুকি৷।পুষে পাখি চিনলাম নাএ লজ্জা ...

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে

বেহাগ একতালা হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে।বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে॥জীবন-প্রভাত কাটিল খেলায়,দুপুর ফুরাল মোহের মেলায়,ডাকিব যে নাথ সন্ধ্যাবেলায় ডাকিতে পারিনি তাও ...

Na Bola Golpera Lyrics (না বলা গল্পেরা) Rupam Islam –

আজও না বলা গল্পেরা আর দৃঢ় সংকল্পেরা, বাড়ি ফেরবার পথে থামে কোনও অজানা বাঁকে, কোনও ছোট সিগারেট ব্রেকে বা কোনও সিলি মিসটেকে, কোনও স্মৃতি তাকে ডেকে নেয় তার হাতে হাত রাখে। কোনও শুটিং-এর অবকাশে বা ...

হায় কি আজব কল বটে।

হায় কি আজব কল বটে।কি ইসারায় টিপে দেয়            অমনি ছবি যায় উঠে।।অগ্নি জল হতে সে কল সদা নাচে ভিতরেতে।ধড়ফড় করে চলছে ছবি            কোন টিপে দাঁড়ায় হেঁটে।।হু হু শব্দে ধূম উঠছে কল ফেটে।একজনা সে ...

Ore Amar Shyam Kalia Re Lyrics (ওরে আমার ) Saikat

ওরে আমার শ্যামকালিয়া রে নিশি রাইতে ঘর ছাড়িলাম তোর লাইগা রে। ওরে আমার প্রাণসখীরে পন্থপানে বাইন্ধ্যাছি ঘর দুইজনে মিলে। তুই যে আমার পরান বন্ধু তুই যে আমার ধরা, এক তিল না দেখলে তোরে বুকে জাগে খরা ...

হে অশান্তি মোর এসো এসো

হে অশান্তি মোর এসো এসো!(তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে, বৈরাগিনী বেশে                      এসেছি বাহির পথে।  কুণ্ঠা ভুলায়ে দাও, খোলো গুন্ঠন,  দস্যু-সম মোরে করো লুন্ঠন,  তৃণ-সম মোরে ভাসাইয়া লয়ে ...

Shesh Kanna Lyrics (শেষ কান্না) Tanveer Evan

সবকিছু বদলে গেলো এক রাতের নিমেষে তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে, আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে ভাবনাতে তোমাকে খুঁজেছি কি তবে। ভাবি তুমি আসবে ফিরে ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না ফিরে এসেছি এই ...

হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি

ভৈরবী দাদরা হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি।নিশিশেষে চাঁদ – পূর্ণিমা চাঁদ –গেলে মিশি,গত নিশি॥নয়ন মুদি কুমুদী ওই –কাঁদে প্রিয় কই,পিউ কাহাঁ, পিউ কাঁহা, পিউ কাঁহা,দশ দিশি।গত নিশি॥

হায় একি কলের ঘরখানি বেঁধে

হায় একি কলের ঘরখানি বেঁধে             সদায় বিরাজ করে সাঁই আমার।।দেখবি যদি সে কুদরতি             দেল-দরিয়ার খবর কর।।জলের জোড়া সকল সেই ঘরেতার খুঁটির গোড়া শূনের উপরেশূন্য ভরে সন্ধি করে             ...

Noya Daman Lyrics (নয়া দামান) Tosiba | Muza

আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা, দামান বও, দামান বও। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা, দামান্দ বও, দামান্দ বও। ...

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে             কি অপরূপ কারখানা।শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে             হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।হাওয়া দমে জেকার গণিনিগুম তত্ত্ব শুনিবলতে ডরাই সেসব অসম ...

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে

জয়জয়ন্তী — একতালা হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে॥স্বপন-শেষে বিদায়-বেলায়অলক কাহার জড়ায় গো পায়,বিধুর কপোল স্মরণ আনায়ভোরের করুণ চাঁদে॥বাহির আমার পিছল হল কাহার ...

হৃদয় কেন চাহে হৃদয়

পিলু-খাম্বাজ – কারফা হৃদয় কেন চাহে হৃদয়আমি জানি মন জানে।জানে নদী কেন যে সেছুটে যায় সাগর পানে॥কেন মেঘ বারি চাহেজানে চাতক জানে মেঘ,জানে চকোর দূর গগনেরচাঁদ কেন তারে টানে॥কুসুম কেন শিশিরজানে শিশির ...

হলাম নারে রসিক ভেয়ে

হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷ গোসাইর লীলা চমৎকার বিষেতে অমৃত পোরা অসাধ্যকে সাধ্য করা ছুঁলে বিষ উঠে ধেয়ে।দুগ্ধে যে মন থাকে ননী ভেয়ানে বিভিন্ন জানি সুধা অমৃত বয় ...

Dipto Bedonapat Song Lyrics (দীপ্ত বেদনাপাত) Tabib Mahmud Rap Song –

তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে এক কাপ চা হাতে উড়ছে ধোঁয়া, বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো হৃদয় কাপানো এক হিমেল হাওয়া। রঙধনু কালো চুল, কান খোলা ভেবছো কি আমি কবি মনভুলা? তোমার দু’চোখে ছিলো ...

Bioscope Song Lyrics Dolchut | Sanjeeb Choudhury

তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় ...

হুল ফুটিয়ে গেলে শুধু

ভৈরবী দাদরা হুল ফুটিয়ে গেলে শুধু পারলে না হায় ফুল ফোটাতে।মৌমাছি যে ফুলও ফোটায় হুল ফোটানোর সাথে সাথে॥আঘাত দিলে, দিলে বেদন,রাঙাতে হায় পারলে না মন,প্রেমের কুঁড়ি ফুটল না তাইপড়ল ঝরে নিরাশাতে॥আমায় তুমি ...

হরি কাঁদে হরি বলে কেনে

হরি কাঁদে হরি বলে কেনে।ধারা বহে দু’নয়নে।হরি বলে হরি ভোরানয়নে বয় জলধারাকি ছলে এসেছে গোরাএই নদীয়া ভবনে।মোরা যত পুরুষ-নারীদেখিতে আইলাম হরিহরিকে হরিল হরিজানি সে হরি কোনখানে।গৌর হরি দেখে এবারকত ...

Prano Sokhi Re Lyrics (প্রাণ সখী রে) Nadia Dora Bengali Album Song Lyrics

প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে .. আমার মাথার বেণী বদলে দিব তারে আইনা দে, প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে ...

হিন্দোলি হিন্দোলি ওঠে নীল সিন্ধু

হিন্দোল – সাদ্রা হিন্দোলি হিন্দোলিওঠে নীল সিন্ধু।গগনে উঠিল তারকোন্ পূর্ণ ইন্দু॥শত শুক্তি-আঁখি দিয়াপিইছে চাঁদ অমিয়া,শিশির রূপে ঝরিয়াপড়ে জ্যোৎস্না-বিন্দু॥

হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা

হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷ মরাকেবা (১) মশাহেদা (২) হইলে দেলের কাটবে পর্দা রোশনি (৩) দেল হবে সর্বদা ও সে মরাকেবা কয় তরিক বলে ও তাই জানলে খোলে রাগের তালা। তরিকের মঞ্জিলে বসে ...

Ojosro Kabbo Song Lyrics (অজস্র কাব্য) Rb Munad

অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি আজ আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস। অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় থাকা। জানি তুমি ফিরে আর তাকাবেনা নেই কোন পিছুটান, ফিরে ...

হিন্দু-মুসলমান দুই ভাই ভারতের দুই আঁখি-তারা

ছায়ানট – দাদরা হিন্দু-মুসলমান দুই ভাইভারতের দুই আঁখি-তারাএক বাগানের দুটি তরু দেবদারু আর কদম-চারা॥যেন গঙ্গা সিন্ধু নদীযায় গো বয়ে নিরবধি,এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা॥বুলবুল আর কোকিল ...

হতে চাও হুজুরের দাসী

হতে চাও হুজুরের দাসী। মনে গোল তো পোরা রাশি রাশি। না জান সেবা-সাধনানা জান প্রেম-উপাসনা সদাই দেখি ইতরপানা প্রভু রাজি হবে কিসি৷ কেশ বেশে বেশ করলে কি হয় রসবোধ না যদি রয়। রসবতী কে তারে কয় কেবল মুখে ...

Sesh Hoye Elo Sathi Lyrics (শেষ হয়ে এল সাথী) Nachiketa Chakraborty –

শেষ হয়ে এলো সাথী দিন ঝিলমিল নদীর তীরে, এক আকাশ জোড়া হিংসার ছাই উড়ছে অহঙ্কারে। থাক আগুন শুধু ফাগুনে থাক আগুন শুধু ফাগুনে তাকে বেঁধে রেখেছি গানে। শেষ হয়ে এলো সাথী দিন ঝিলমিল নদীর তীরে, এক আকাশ জোড়া ...

আমার কালো মেয়ের পায়ের তলায়

আশাবরি দাদরা আমার কালো মেয়ের পায়ের তলায়          দেখে যা আলোর নাচন।মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব          যার হাতে মরণ বাঁচন॥আমার কালো মেয়ের আঁধার কোলে          শিশু রবি শশী দোলে(মায়ের) ...

আমি কি দোষ দিব কারে রে

আমি কি দোষ দিব কারে রে।আপন মনের দোষে পল্লেম ফেরে রে।।             সুবুদ্ধি সুস্বভাব গেল,             কাকের স্বভাব মনে হল,             ত্যেজিয়ে অমৃত ফল-                         মাকাল ফলে মন ভজিল ...

আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি

আমার কালো মেয়ে রাগ করেছে,কে দিয়েছে গালি(তারে) কে দিয়েছে গালি।রাগ করে সে সারা গায়েমেখেছে তাই কালি॥যখন রাগ করে মোর অভিমানী মেয়েআরও মধুর লাগে তাহার হাসিমুখের চেয়ে।কে কালো দেউল করল আলোঅনুরাগের প্রদীপ ...

Kotodin Dekhina Tomay Lyrics (কতোদিন দেখি না তোমায়) Imran Mahmudul

কতোদিন দেখি না তোমায় মনটা শুধু কেঁদে কেঁদে যায়, তোমাকে আবার চাই পুরোনো সেই চেনা মোহনায়। ফিরবে কি না জানিনা তবুও আশা ছাড়ছি না, ফিরবে কি না জানিনা তবুও আশা ছাড়ছি না, কতোদিন দেখি না তোমায় মনটা ...

আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়

আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।আমি কথার অর্থ ভাবি,আমি তো সে আমি নয়।।           অনন্ত শহরে বাজারে           আমি আমি শব্দ করে           আমার আমি চিনতে নারে,                      বেদ পড়ি পাগলের ...

আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায়

(আমার) কালো মেয়ে পালিয়ে বেড়ায়কে দেবে তায় ধরে।(তারে) যেই ধরেছি মনে করিঅমনি সে যায় সরে॥বনের ফাঁকে দেখা দিয়েচঞ্চলা মোর যায় পালিয়ে,(দেখি) ফুল হয়ে মা-র নূপুরগুলিপথে আছে ঝরে।তার কন্ঠহারের মুক্তাগুলি ...

আমি একদিনও না দেখিলাম তারে

আমি একদিনও না দেখিলাম তারে।আমার বাড়ীর কাছে আরসী নগর,এক পড়শী বসত করে।।গেরাম বেড়ে অগাধ পানি,তাই নাই কিনারা, নাই তরণীপারে।মনে বাঞ্ছা করি, দেখব তারি,আমি কেমনে সেথা যাই রে।আমি বলব কি পড়শীর কথা,তার ...

Ami Chanchalo Hey Lyrics (আমি চঞ্চল হে) Rabindra Sangeet –

আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসি, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে, থাকি বাতায়নে, ওগো, ...

Brishti Jodi Ar Na Thame Aj Lyrics Habib Wahid

Brishti Jodi Ar Na Thame Aj is the latest Bengali Song Sung by Habib Wahid and Nancy. Music Composed by Habib Wahid. Brishti Jodi Ar Na Thame Aj Lyrics In Bengali Written by Ebriad Hasan, ...

আমার কথা লুকিয়ে থাকে

হৃদয়ের এই তীর্থ-ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য উদাসীন পুরুষ আর বিরহিণী নারীর অশ্রুমতী নদীর তীরে মিলন। নিবিড় বিরহের বেদনায় পুরুষ হয় নির্মম, উদাসীন বৈরাগী; সেই নিবিড় বিরহ নারীকে করে প্রেমময়ী। পুরুষ ...

আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি

আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি।পাপ করি পামরা বটে দোষ দিই তোমারি।অনিত্য সুখের সর্ব ঠাইতাই দিয়ে জীব ভুলাও হে গোসাঁইচরণ দিতে কেন তবে কর হে চাতুরী।চরণ পাবার যোগ্য আমি নইতবু মন রাঙা চরণ চায়দয়াল ...

Jagorane Jay Bibhabori Lyrics (জাগরণে যায় বিভাবরী) Rabindra Sangeet –

জাগরণে যায় বিভাবরী আঁখি হতে ঘুম নিল হরি কে নিলো হরি ? মরি মরি, জাগরণে যায় বিভাবরী আঁখি হতে ঘুম নিল হরি, কে নিলো হরি? মরি মরি, জাগরণে যায় বিভাবরী।। যার লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা, ...

আমার উমা কই, গিরিরাজ, কোথায় আমার নন্দিনী

আমার উমা কই, গিরিরাজ,কোথায় আমার নন্দিনী?এ যে দেখি দশভুজাএ কোন রণরঙ্গিণী॥মোর লীলাময়ী চঞ্চলারে ফেলে,এ কোন দেবীমূর্তি নিয়ে এলে।এ যেমহীয়সী মহামায়া বামা মহিষমর্দিনী॥মোর মধুর স্নেহে জ্বালাতে আগুনআনলে ...

Je Bikele Lyrics (যে বিকেলে) Pousali Banerjee Bengali Song –

যে বিকেলের সঙ্গী আমার তুই সেই বিকেলে রোদের আলো ছুঁই, যে বিকেলের সঙ্গী আমার তুই সেই বিকেলের রোদের আলো ছুঁই, থাকি ইচ্ছে করে তোর আদরে স্বপ্নগুলো ঘুমচাদরে রোজ, আছে বন্দি হয়ে মনটা আমার চলছে শুধু নিয়ম ...

আমারে কি রাখবেন গুরু চরণদাসী

আমারে কি রাখবেন গুরু চরণদাসী?ইতরপনা কার্য আমার অহর্নিশি।।             জঠর যন্ত্রণা পেয়ে             এলাম যে করার দিয়ে             রইলাম তা সব ভুলিয়ে                          ভবে আসি।।             ...

Rimjhim Brishti Jhore Jay Lyrics Chirokal Aaj Natok Song

আকাশে রিমঝিম বাদল জমেছে তোমাকে পাবার মাদল বেজেছে, কিছু তো শোনা যায় না তোমাকে ছাড়া। প্রকৃতি নতুন সাজে সেজেছে তোমার আমার দেখা হয়েছে, কিছু তো ভেবে পাই না মন যে আর মানে না। আমার মনের বনে কত কথা ছিল ...

আমার আনন্দিনী উমা আজও এল না তার মায়ের কাছে

(আমার) আনন্দিনী উমা আজওএল না তার মায়ের কাছে।হে গিরিরাজ দেখে এসোকৈলাসে মা কেমন আছে॥মোর মা যে প্রতি আশ্বিন মাসেমা মা বলে ছুটে আসে;মা আসেনি বলে আজওফুল ফোটেনি লতায় গাছে॥তত্ত্ব-তালাশ নিইনি মায়েরতাই ...

আমার হৃদয় অধিক রাঙা মাগো

আমার হৃদয় অধিক রাঙা মাগো রাঙা জবার চেয়ে। আমিসেই জবাতে ভবানী তোর চরণ দিলাম ছেয়ে॥ মোর বেদনার বেদির পরে বিগ্রহ তোর রাখব ধরে, পাষাণ-দেউল সাজে না তোর আদরিণী মেয়ে॥ স্নেহ-পূজার ভোগ দেব মা, ...

আমার হয় না রে সে মনের মত মন

আমার হয় না রে সে মনের মত মন।আমি জানবো কি সে রাগের কারণ।।             পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে              মন বেড়ায় রে ডালে আলে              এবার দু মনে এক মন হলে                             এড়াই ...

Amar Desh Song Lyrics (আমার দেশ) Nachiketa Chakraborty Song –

আমার ভাষার উপর যদি কারো চলে দখলদারি, আমি কিন্তু আঙ্গুল তুলে প্রশ্ন করতে পারি, আমার মাটির উপর কাঁটাতারের ছায়াও যদি পড়ে, আজ আর আমি মুঠো তুলে বলবো সমস্বরে – চোখ রাঙ্গানো অত সহজ নয়। আমি পাবোনা পাবোনা ...

আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে।মিলন হবে কত দিনে।।চাতকে প্রায় অহর্নিশিচেয়ে আছি কাল শশীহব বলে চরণ-দাসীতা হয় না কপাল গুণে।।মেঘের বিদ্যুৎ মেঘে যেমনলুকালে না পায় অন্বেষণকালারে হারালাম তেমনও রূপ হেরিয়ে ...

Durotto Song Lyrics (দূরত্ব) Imran Mahmudul

তুমি এখন অন্য কারো দূরত্ব টা হচ্ছে বড়ো বদলে গেছে দিন। তুমি এখন অন্য কারো দূরত্ব টা হচ্ছে বড়ো বদলে গেছে দিন। তোমার আকাশ রঙ্গীন আলো আমার অন্ধকার, তোমার সস্তা প্রেমের কথা কি যে চমৎকার। ফিরে যাবো ...

আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে

আমার ভবের অভাব লয় হয়েছেশ্যামা-ভাবসমাধিতে।শ্যামা-রসে যে-মন আছে ডুবেকাজ কীরে তার যশ-খ্যাতিতে॥মধু যে পায় শ্যামা-পদেকাজ কী রে তার বিষয়-মদে,মুক্তি যে-মন যোগমায়াতেভাবনা কী তার রোগ-ব্যাধিতে॥কাজ কী রে ...

আমার মনের বাসনা পূর্ণ হল না

আমার মনের বাসনা পূর্ণ হল না।।        বাঞ্ছা ছিল যুগোল পদে         সাধ মিটাবো ঐ পদ সেধে        বিধি বিমুখ হল তাতে                 দিল সংসার যাতনা।।        বিধি হয় সংসারের রাজা        আমায় করে ...

Matiro Pinjirar Majhe Lyrics Hason Raja

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে, হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে। মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে লালে ধলায় ...

আবে-হায়াতের পানি দাও

আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়।শরণ নিলাম নবীজীর মোকারক পায়।। ভিখারিরে ফিরাবে কি শূন্য হাতে,দয়ার সাগর তুমি যে মরু সাহারায়।।অন্ধ আমি আঁধারে মরি ঘুরিয়া,দেখাবে না-কি মোরে পথ, এই নিরাশায় ।। যে-মধু ...

Klanto Mon Song Lyrics (ক্লান্ত মন) Prashmita Paul Song –

আজ এখন, একা ক্লান্ত মন চাইছে কিনতে ধারে আর একটু সময়, নেই উপায়, চেনা রাস্তাতে আর হাঁটার আগামী দেখা থেমে যায়। মন খারাপের কারণ জানেনা এই মন জমেছে দুচোখে যে শ্রাবন। আজ এখন, একা ক্লান্ত মন চাইছে কিনতে ...

আমার মনে রে বোঝাই কিসে

আমার মনে রে বোঝাই কিসে।            ভব-যাতনা আমার            জ্ঞান-চক্ষু আন্ধারঘিরল রে যেন রাহুতে এসে।। যে আশাতে আমার ভবে আসা হল,অসার ভাবিয়ে জন্ম ফুরাইল;            পূর্বে যে সুকৃতি ছিল            ...

আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব

আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব।বোঝালে বোঝে না, এক ভাই কানা আর এক ভাই অন্ধ॥হাবু বলে, ‘আবু, বিশ্রী দেখায় শিগগির চাঁছো দাড়ি!’আবু বলে, ‘দাদা, পেঁয়াজের ঝাড় ওই টিকি কাটো তাড়াতাড়ি!’টিকি ও ...

আমার মন-চোরারে কোথা পাই

আমার মন-চোরারে কোথা পাই।কোথা যাই মন আজ কিসে বুঝাই।।           নিষ্কলঙ্কে ছিলাম ঘরে           কিবা রূপ নয়নে হেরে,মন তো আমার ধৈর্য নাই।।           ও সে চাঁদ বটে কি গৌর দেখে           হলাম বেহঁস ...

Bohurupe Song Lyrics (বহুরূপে) Jayati Chakraborty

বহুরূপে এলে তুমি মোহন মুরারী বহুরূপে এলে তুমি মোহন মুরারী, কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি।। ঋতু-ফাল্গুনে রাধা আজ খেলে দোল পলাশ শেষে মহুল বনে রাঙা হিল্লোল, ...

আবীর-রাঙা আভীর নারী সনে

আবীর-রাঙা আভীর নারী সনেকৃষ্ণ কানাই খেলে হোরি।হোরির মাতন চুড়ি ও কাঁকনেউঠিছে কল-কাকলি।। শ্যামল তনু হল রাঙা আবীর রেঙে,ইন্দ্রধনু-ছটা যেন কাজল মেঘে,রাঙিল রঙে নীল চোলি।। লহু লহু হাসে মহু মহু ভাসেরাঙা ...

আমার মন রে, দিন থাকিতে চিনে

আমার মন রে, দিন থাকিতে চিনেআপন দেহের মানুষ ধর।আগে মন মানুষ ধর            ঐ আপন সারা সারো।।আছে সত্য মানুষ বর্তমানন্য দরজায় পেতে ফাঁদ            দমের পর ব্রহ্মাণ্ডের খবর।।দেহ কেবা উঠায়, কেবা ...

আবার ভালোবাসার সাধ জাগে

১০আবার ভালোবাসার সাধ জাগে আবার ভালোবাসার সাধ জাগে। সেই পুরাতন চাঁদ আজি নতুন লাগে মধুর লাগে॥ যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধিয়া তারে বুকে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি-রাগে॥ ...

আমার মন রে, তুই হইলি কেন পেরেসান

আমার মন রে, তুই হইলি কেন পেরেসান।অসময়ে কৃষি করে জমিনে ডাকাইলি বান।।            আবার ভাদ্র মাসে লাঙ্গল চষে            হাপুর হুপুর বীজ বুনিলে            জোয়ার এসে নেয় ভাসাইয়া,                       ...

Shudhu Amar Song Lyrics (শুধু আমার) Shunno Band Song –

আমার কিশোরে বুকে তুমি ছিলে প্রথম প্রেমের ব্যথা, তোমায় ভেবে ভেবে গান হয়ে যেতো আমার না বলা কথা। স্বপ্ন বাজি রেখে হাত বাড়ালাম তুমিও দিলে সারা, কিছু ভুল কিছু অভিমান গুনে সময় বসানো পাহারা। মন বোকা ...

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়

ভৈরব – সেতারখানি আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়।অধীর করো মোরে নয়ন-মদিরায়॥পানসে জোছনাতে – ঝিম হয়ে আসে মন,শারাব বিনে হেরো গুলবন উচাটন,মদালস আঁখি কেন ঘোমটা ঢাকা এমনবিষাদিত নিরালায়॥তরুণ চোখে আনো ...

Ei Agune Haat Rakho Lyrics (এই আগুনে হাত রাখো) Nachiketa Chakraborty

এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই নিরাশার ভেলায় এই নিরাশার, এই নিরাশার ভেলায় মিছে জীবনের ছবি আঁকো .. এই আগুনে ...

আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে

আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে। এই না দেখিয়ে ছিলাম ভাল কে বা এসে দেখা দিল ……. দেখা দিয়ে চলে যায় পাগল কৈরা আমারে। সে কালা মোর চতুরালী ও আবার ননীচোরা বনমালী রসিক নাম ধরে। সে যে বাজায় ...

Mayar Gaan Lyrics (মায়ার গান) Mekhla Dasgupta Bengali Song –

আজ শহরের মন খারাপের গল্প হোক অবসরে, আমার রাত ছুঁয়ে তোর সকাল বদলে যাওয়া অন্তরে। নকশি কাঁথায় মায়ার গান হঠাৎ করে মিশে গেলো, আমার ঘুম চোখে আবছা হোক তোর চিঠির শব্দ গুলো। ও.. সে যেন এক বন পলাশ বুকের ...

আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই

আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই,             ও মনেরে কি দিয়ে বুঝাই।দেখা পাইলে চলে যাইতাম রে-             যাইতাম দুনিয়ার বালাই।।ছিলাম জননীর কোলেভজন ভজিব বলেশিশুকালে রিপু এসে             ফাঁসি ...

আমার মন বেবাগী ঘোড়া

আমার মন বেবাগী ঘোড়া          বাগ ফেরাতে পারিনে দিবারাতে।মুরশিদ আমার বুটের দানা          খায় না ঘোড়া কোনমতে।।বিসমিল্লায় দিলে লাগামএকশ’ ত্রিশ তাহার পালানহাদিস মতে কশনি কসে          চড়লাম ঘোড়ায় ...

আনার কলি! আনার কলি!

৪ আনার কলি! আনার কলি! আনার কলি! আনার কলি! স্বপ্নে দেখে কোন ডালিমকুমারে এসেছিলে রেবা ঝিলমের পারে দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি॥ মরুর মণিকা বাদশাহি নওরোজে এসেছিল কোন হারানো হিয়ার খোঁজে তব রূপ হেরি ...

আমার দেহ-নদীর বেগ থাকে না

আমার দেহ-নদীর বেগ থাকে না।            বানব কয় মোহানা।কাম-জ্বালাতে জ্বলে মরি            কৈ হল রে উপাসনা।।কালীধার ও পূবের ঘাটেএক মৃণালে তিন ফুল ফোটে            যোগ ছাড়া চলে না।আমি ভুলব বলে সে ফুলের ...

আনমনে জল নিতে ভাসিল গাগরি

বেহাগ – কাওয়ালি আনমনে জল নিতে ভাসিল গাগরি।সাঁতার জানি না, আনি কলস কেমন করি॥জানি না, বলিব কী, শুধাবে যবে ননদিকাহার কথা ভাবে পোড়া মন নিরবধি,গাগরি না ভাসিয়া ভাসিতাম আমি যদি–কী বলিব কেন মোর ভিজিল গো ...

আমার দিন কি যাবে এই হালে

আমার দিন কি যাবে এই হালে।আমি পড়ে আছি দুকূলে।জগাই মাধাই দুটি ভাইকাদা ফেলে মারলে গায়তারেও তো নিলে।আমি পাপী তাইতে ডাকিদয়া হবে কোন কালে।অহল্যা পাষাণী ছিলসেও তো মানুষ হয়ে এলতোমার ধূলাতে।আমি তোমার কেহই ...

Bishaal Brishtira Lyrics (বিশাল বৃষ্টিরা) Rupam Islam

বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ (হঠাৎ) ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে (কালো মেঘ ঘনিয়ে আসছে আকাশে) আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে। বিশাল ...

আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী।এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী।।         যেমন দাঁড়ি-মাল্লা বেয়াড়া         তেমনি মাঝি দিশাহারা,         কোন দিকে যে বায় তাহারা-আমার পাড়ি দেওয়া কঠিন হলো ভারি।।         ...

Antabihin Kate Na Aar Jeno Lyrics Lata Mangeshkar

অন্তবিহীন, কাটে না আর যেন বিরহের এই দিন, তুমি না আসিলে, ভালো না বাসিলে তুমি না আসিলে, ভালো না বাসিলে সুরহীন, তালহীন, কালহীন, বড়ো শূন্য শূন্য দিন বড়ো শূন্য শূন্য দিন বড়ো শূন্য শূন্য দিন।। পোড়া মন ...

আনন্দ-দুলালি ব্রজবালার সনে

হোরি কাহারবা আনন্দ-দুলালি ব্রজবালার সনেনন্দদুলাল খেলে হোলি!রঙের মাতন লেগে যেন শ্যামল মেঘেখেলিছে রাঙা বিজলি॥রাঙা মুঠি-ভরা রাঙা আবির-রেণুরাঙিল পীত-ধড়া শিখী-পাখা বেণুরাঙিল শাড়ি কাঁচলি॥লচকিয়া আসে ...

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা।।ধু।। পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম তোদের পাড়া মনের আগুন জ্বলছে দেখি ‘চন্দ্রার’ লারা ঝারা।ব্রজপুরের নারী যারা তারার আছে এমনি ধারাভাইবে ...

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

ভৈরবী-পিলু কাহারবা আধো-আধো বোললাজে-বাধো-বাধো বোলবলো কানে কানে।যে কথাটি আধো রাতেমনে লাগায় দোল –বলো কানে কানে॥যে কথার কলি সখী আজও ফুটিল নাশরমে মরম-পাতে দোলে আনমনা,যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল –বলো ...

আমার ঘরের চাবি পরেরই হাতে

আমার ঘরের চাবি পরেরই হাতে।কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।         আপন ঘরে বোঝাই সোনা         পরে করে লেনা দেনা         আমি হলাম জন্ম-কানা                  না পাই দেখিতে।।         রাজি হলে ...

আমার শ্যাম সুখ পাখি গো ধইরাদে ধইরাদে

আমার শ্যাম সুখ পাখি গোধইরাদে ধইরাদে।পাখি দেয় না ধরা, কয়না বুলি, কয় না কথা গোধইরাদে ধইরাদে।।কত দুগ্ধ কলা খাওয়াইলামকি যতনে পুষিলাম আমি পুষিলাম গো।তবু পাখি দিয়া ফাঁকিউইড়া বেড়ায় ডালে ডালে গোধইরাদে ...

Othocho Song Lyrics (অথচ) Farhan Rifat

অথচ, কতবার খুঁজেছি তোমায় এই পথে ঘুমহীন রাতের শেষে, অথচ, কতবার বেঁধেছি সেই সুর তোমায় নিয়ে ও ও.. অনুভূতির প্রাচীর ভেঙে জনজীর্ণ কনক্রিট পেরিয়ে, ফিরে আসছি তোমার কাছে শোনাতে সেই গান. যা লিখেছি ...

হ্যাদে গো নন্দরানী

হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও। আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে। আমাদের শ্যামকে দিয়ে যাও॥ হেরো গো প্রভাত হল, সুয্যি ওঠে, ফুল ফুটেছে বনে। আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি মনে। ...

আমার শ্যাম শুক পাখী কইগি রৈলায় দিয়া ফাকি

আমার শ্যাম শুক পাখী কইগি রৈলায় দিয়া ফাকি পাখী আয় আয় রে।।ধু।। দুধ দই সর লনী আছে আমার ঘরে আমারে থইয়া যারায় পিঞ্জিরার ভিতরে। অতদিনে পালিলাম পাখী দুধ কলা দিয়া–যাইবার কালে সোনার পাখী না চাইলায় ফিরিয়া। ...

Brishti Brishti Pore Lyrics (বৃষ্টি বৃষ্টি পড়ে) Raghab Chatterjee

বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে হে হে.. বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে সারারাত ভিজে ভিজে যাই, মিষ্টি মিষ্টি কিছু ধারণারা নেবে পিছু না ভেজার দিয়োনা দোহাই .. মরুভূমি আমি তুমি চলোনা নদীতে হারাই ...

আধো-আধো বোল

২৫ভৈরবী পিলু–কারফা আধো-আধো বোললাজে বাধো-বাধো বোলবলো কানে কানে।যে কথাটি আধো রাতেমনে লাগায় দোল –বলো কানে কানে॥যে কথার কলি সখি আজও ফুটিল নাশরমে মরম-পাতে দোলে আনমনা,যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল –বলো ...

আমার একি কবার কথা

আমার একি কবার কথা, আপন বেগে আপনি মরি। গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি।কিবা গৌররূপ লম্পটে ধৈর্য-ডুরি দেয় কেটে লজ্জা-ভয় সব পালায় ছুটে যখন ঐ রূপ মনে করি। গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে চেতন হয়ে ...

আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে

আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে। আমার দিনে দিনে তনুহীন ভাবিতে চিন্তিতে এমন রসের মধু পান করে শ্যাম আমারে নাই তার মনেতে।আমার মন প্ৰাণ কুল মান সপিয়াছি ...

en_USEnglish