Results found:

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে॥ অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকা নীরবে চাহিয়া থাকা বিদায়খনে॥ ঝরঝর ঝরে জল, বিজুলি হানে, পবন মাতিছে বনে পাগল গানে। আমার পরানপুটে কোন্‌খানে ব্যথা ...

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিয়ো॥সুরের ডুরিতে জপমালা সমতব নাম গাঁথা ছিল প্রিয়তমদুয়ারে ভিখারি গাহিলে সে গান তুমি ফিরে না চাহিয়ো॥অভিশাপ দিয়ো, ...

আমার শ্যাম জানি কই রইলো গো শ্যামরূপে মন প্ৰাণ নিল

আমার শ্যাম জানি কই রইলো গো শ্যামরূপে মন প্ৰাণ নিল আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন সন্ধানে রূপ পানে চাইতে চাইতে রূপ নেহারিল এগো রূপ সাগরের মধ্যে বন্দে আমায় ডুবাই মারাল।শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদের অনল ...

Haralam Kothay Lyrics (হারালাম কোথায়) Rishi Panda Bengali Song –

এই আবহাওয়া ছিল বেশ রেগে তারপর কালো মেঘ পাহাড় নিলো ঢেকে, আমি দাঁড়িয়ে, তুমি দাঁড়িয়ে পড়ন্ত রোদে, শুধু চুপচাপ থেকে, কমছিল আলো পাহাড়ের কোলে স্তব্ধ এ রাস্তা সবকিছু ভুলে, আমি দাঁড়িয়ে, তুমি ...

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি। ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে, দিনু হৃদয়কমলদল পাতি ॥ তব নয়নজ্যোতিকণা লাগি তরুণ রবিকিরণ উঠে জাগি। নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল তব দরশপরশসুখ মাগি। গগনতল ...

আমার এ ঘরখানায় কে বিরাজ করে

আমার এ ঘরখানায় কে বিরাজ করে। আমি জনম-ভরে একদিনও দেখলাম না তারে। নড়েচড়ে ঈশাণ কোণে দেখতে পাইনে দু-নয়নে; হাটের কাছে ঘর১ ভবের হাট-বাজার আমায় কেউ দিল না একটা নির্ণয় করে। সবে বলে প্রাণ-পাখি২ শুনে ...

আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না

আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব নাআমি সিনানে যাব সিনান করিব নাআমি খাইতে যাব খাইতে পারব গেলাস নিব না।শুইতে যাব শয়ন করব বিছানা করব না। আমি শুইতে যাব শয়ন করব ঘুমাইব না। মশায় খাবে গা মুছিব মশারী ...

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে। কত রূপ ধ'রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে। সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়, পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি ...

আধখানা চাঁদ হাসিছে আকাশে

বেহাগ মিশ্র দাদরা আধখানা চাঁদ হাসিছে আকাশে,আধখানা চাঁদ নীচেপ্রিয়া তব মুখে ঝলকিছে।গগনে জ্বলিছে অগণন তারাদুটি তারা ধরণিতেপ্রিয়া তব চোখে চমকিছে॥তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানিজড়িত তোমার জরিন ফিতায়, ...

আমার আপন খবর আপনার হয় না

আমার আপন খবর আপনার হয় না।সে যে আপনারে চিনলে পরে, যায় অচেনারে চেনা।। সাঁই নিকট থেকে দূরে দেখায়যেমন কেশের আড়ে পাহাড় লুকায়,                      দেখ আ।আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরিআমার কোলের ঘোটত যায় ...

আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না

আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না। জলে নামবো জল ছড়াব জল তো৷ ছোঁব না॥ ইধারো উধারো সাঁতারো পাথারো করি আনাগোনা। জলে ডুব দিব কারুরই কথা শুনব নাভুখ লাগাবো ভূখে মরব না ॥ রাঁধিব বাড়িব ব্যঞ্জন ...

হেমন্তে কোন্‌ বসন্তেরই বাণী

হেমন্তে কোন্‌ বসন্তেরই বাণী পূর্ণশশী ওই-যে দিল আনি॥ বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়। কোন্‌ গোপন কানাকানি পূর্ণশশী ওই-যে দিল আনি॥ আবেশ লাগে বনে শ্বেতকরবীর অকাল জাগরণে। ডাকছে থাকি ...

আবহায়াতের নদী কোনখানে

আবহায়াতের নদী কোনখানে।আগে জিন্দাপীরের খান্দানে যাও           দেখিয়ে দিবে সন্ধানে।।সেই নদীর পিছল ঘাটাচাঁদ কোটালে খেলছে রে ভাটাদীন দুনিয়া জোড়া একটা           মীন আছে তার মাঝখানে।।মওলার মহিমা রে ...

আমার মাথায় যত চুল

আমার মাথায় যত চুল,তার চেয়ে বেশি হইলো ভুল।।সামনে নদী ডাইনে-বায়েদুই পাশে দুই কূল।।আমি কোন কূলেতে পাড়ি দেবোকোনটা আমার কূল… ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলিবুক পুড়ানো আগুন দিয়ামন কেন রে তুই দিলি।।কোনটা ...

Jage Aalo Jage Pran Lyrics Aditi Munshi

জাগে আলো জাগে প্রাণ অন্ধকার অবসান জাগে নব দিনের বাণী, জাগে মাটি জাগে ঢেউ জাগিয়ে আসছে কেউ কে যেন গাইছে আগমনী। অমল আলোর স্বরলিপি আজ মেঘে মেঘে কে বাজায় গো, চলে যেতে যেতে শ্রাবণের গান শরৎ শিশিরে ...

হেথা যে গান গাইতে আসা আমার

হেথা যে গান গাইতে আসা আমার হয় নি সে গান গাওয়া-- আজো কেবলি সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজো ফোটে নাই সে ...

আদি পরম বাণী, ঊর বীণাপাণি

আদি পরম বাণী, ঊর বীণাপাণি।আরতি করে তব কোটি কোবিদ জ্ঞানী।। হিমেল শীত গত, ফাল্গুন মুঞ্জরে,কানন-বীণা বাজে সমীর-মরমরে।গাহিছে মুহু মুহু আগমনী কুহু,প্রকৃতি বন্দিছে নব কুসুম আনি।। মূক ধরণী করে ...

আমার মরণকালে কৰ্ণে শুনাইও কৃষ্ণনাম ললিতে গো

আমার মরণকালে কৰ্ণে শুনাইও কৃষ্ণনাম ললিতে গোকৰ্ণে শুনাইও কৃষ্ণ নাম।।ধু।।হাতে বাঁশি মাথে চূড়া কটি তটে পীত ধড়া–মনোচোরা হয় শ্যামরায়।হায় কৃষ্ণ (২) বলে প্ৰাণ যায় আমার দেহ ছেড়েআমার মরণকালে দেখাইও ...

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা।পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা।।            পর অর্থে পরম ঈশ্বর,            আত্মারূপে করেন বিহার,                      দ্বিদল বারামকখানা।শতদল সহস্রদলে ...

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

আমার মন্দ স্বভাব জেনেও তুমিকেনো চাইলে আমারে।এত ভালো হয় কি মানুষ,নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।তবু তুমি কেনো থাকো,এই মানুষের সঙ্গে।অনাদরে থেকেও তুমিরাখো আমায় যতন করে।এত ভালো হয় কি ...

Jago Jogomaya Lyrics (জাগো যোগমায়া) Mekhla Dasgupta

জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণি কাঁদে আর ডাকে মা গো, জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী মা।। বরষ বরষ বৃথা কেঁদে যাই বৃথাই মা তোর আগমনি গাই, বরষ বরষ বৃথা কেঁদে যাই বৃথাই ...

হে সখা, মম হৃদয়ে রহো

হে সখা, মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥ নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে, লহো আমার জীবন ঘিরে-- সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥

আদরিণী মোর শ্যামা মেয়েরে কেমনে কোথায় রাখি

আদরিণী মোর শ্যামা মেয়েরেকেমনে কোথায় রাখি।রাখিলে চোখে বাজে ব্যথা বুকে(তারে) বুকে রাখিলে দুখে ঝুরে আঁখি॥শিরে তারে রাখি যদিমন কাঁদে নিরবধি,(সে) চলতে পায়ে দলবে বলেপথে হৃদয় পেতে থাকি॥কাঙাল যেমন পাইলে ...

আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানে

আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানেপ্রাণবন্ধুর বিচ্ছেদে আমার দুঃখ বয়ে আনে গো সখি প্রাণবন্ধে জানে ॥ কুলনাশা বাঁশির ধ্বনি আসে যখন কানে উদাসিনী করে মোরেবন্ধুর বাঁশির গানে গো সখি প্রাণবন্ধে জানে ...

আপনারে আপনি চেনা যদি যায়

আপনারে আপনি চেনা যদি যায়তবে তারে চিনতে পারি সেই পরিচয়।।উপরওয়ালা সদয় বাড়ি,আত্মারূপে অবতারি,মনের ঘোরে চিনতে নারি           কিসে কি হয়।। যে অঙ্গ সেই অংশ কলাকায় বিশেষে ভিন্ন বলাযার ঘুচেছে মনের ...

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে কথা বলতাম প্রাণ খুলে সম দুঃখের দুঃখী পেলে। শুনিলে পাষাণ বিধরে (গলে যায়) আঁখি যায় ঝরে… একদিন কালাচাঁদের বাঁশি শ্রবণেতে বসি পাগল করিল মোরে আমি মুনিয়া বাঁধীর ...

Bhubonomohini Bondi Tomare Lyrics Raghab Chatterjee

ভুবনমোহিনী .. ভুবনমোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতিহারিণী, ভুবনমোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতিহারিণী। তুমি মহাবিদ্যা আদ্যাশক্তি এ বিশ্ব তোমারি বিভূতি, মহাবিদ্যা আদ্যাশক্তি এ বিশ্ব তোমারি ...

হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ

হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কী অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্বছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি, আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান। হে মোর দেবতা, ভরিয়া এ দেহ ...

আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ

আমার মনের আগুন জ্বলে দ্বিগুণতোমারে না পাইয়াপিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা(বন্ধু) ফিরা তো আর আইলা না পাষাণে বান্ধিয়া হিয়াসব নিলা কাড়িয়াতুমি কোন পরানে আছো বন্ধুকইয়া গেলা না মনের ঘরে দাগা দিয়াবন্ধু ...

আপনারে আপনি চিনি নে

আপনারে আপনি চিনি নে।দিন দোনের পর যার নাম অধর           তারে চিনবো কেমনে।। আপনারে চিনতাম যদিমিলতো অটল চরণ-নিধিমানুষের করণ হত সিদ্ধি           শুনি আগম পুরাণে।। কর্তারূপের নাই অম্বেষণআত্মার কি হয় ...

আজি  দোল-ফাগুনের দোল লেগেছে  

ধানী – হোরি আজি  দোল-ফাগুনের দোল লেগেছে    আমের বোলে দোলন-চাঁপায়।    মৌমাছিরা পলাশ ফুলের           গেলাস ভরে মউ পিয়ে যায়॥    শ্যামল তরুর কোলে কোলে    আবির-রাঙা কুসুম দোলে,    দোয়েল শ্যামা লহর ...

আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে

আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে–তরাও গৌর হরি।।আর একা একা বনেতে বেড়াই, কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই।ওরে কি করিমু, কোথায় যাইমু–তাইতে মনে মন ভাবি।।আর শুনছি কতো সাধুর মুখে তোমার ...

Tomar Bhubone Phuler Mela Lyrics Akhil Bandhu Ghosh

তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, ওগো কমলিকা .. ওগো কমলিকা, বুঝিলেনা আমি কত অসহায় .. তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।। উষ্ণ মরুর অভিশাপ ...

হে মাধবী দ্বিধা কেন

হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি-- আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি॥ বাতাসে লুকায়ে থেকে কে যে তোরে গেছে ডেকে, পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি॥ কখন্‌ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি, চমকি ...

আপনারে আপন চিনেছে যে জন

আপনারে আপন চিনেছে যে জন,দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।           সেই আপন আপন রূপ           সেবা কোন স্বরূপস্বরূপেরও সে রূপ জানিও কারণ।।            সেই আপনা মোকাম           জানিয়ে প্রধানযে জানে সেই ...

আমার মন রে এবার ভাবে কেন না আসিলে

আমার মন রে এবার ভাবে কেন না আসিলে গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো। আসিয়া মনুষ্য কুলে কেন মনে রইলায় ভুইলে তুমি ভাবেতে আসিয়া গুরু না ভজিয়া তুমি পথে মজিলায়।। গুরুর চরম অমূল্যধন ...

Shyama Mayer Charan Chuye Lyrics Shyama Sangeet

শ্যামা মায়ের চরণ ছুঁয়ে থাকতে যেন পারি, আপন পরের ভেদ নেই গো চরণতলে তারি। জাত পাতের বিভেদ যত শেখাওনি মা তুমি তা তো, ওরা করে সে সব বিচার দোহাই দিয়ে শাস্ত্র আচার। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে থাকতে যেন ...

হে মহাপ্রবল বলী

হে মহাপ্রবল বলী, কত অসংখ্য গ্রহ তারা তপন চন্দ্র ধারণ করে তোমার বাহু, নরপতি ভূমাপতি হে দেববন্দ্য ॥ ধন্য ধন্য তুমি মহেশ, ধন্য, গাহে সর্ব দেশ-- স্বর্গে মর্তে বিশ্বলোকে এক ইন্দ্র ॥ অন্ত নাহি জানে ...

আজি মিলন-বাসর প্রিয়া

দ্বৈত গান পুরুষ॥ আজি মিলন-বাসর প্রিয়া       হেরো    মধুমাধবী নিশা।স্ত্রী॥ কত    জনম-অভিসার শেষে       প্রিয়     পেয়েছি তব দিশা॥পু॥ সহকার-তরু হেরো দোলে       মালতী লতায় লয়ে বুকে,স্ত্রী॥ ...

আমার মন মজিল গো সই কাল চরণে

আমার মন মজিল গো সই কাল চরণেআর নীলাম্বরী পীত ধড়া হাতে বাঁশি মাথে চূড়া এগো চূড়ার উপর ময়ূর পাখা ঝলকে।।আমি থাকি রূপবাণে সে থাকে তার অন্য ভানে ও নিষেধ মানে না মানে গো আমার পরাণে ভাইবে রাধারমণ বলে ...

Jekhanei Jacchi Theme Lyrics (যেখানেই যাচ্ছি থেমে) Adverb Band –

বিবর্ণ ব্যতিহার ব্যবচ্ছেদ এ বিষফোঁড়া ক্লিষ্ট, আমার এ ছেঁড়া অধ্যায় আজ পদপিষ্ট, ক্লান্ত হয়ে তবু খুঁজি পাইনা প্রেরণা .. আমার ভেতর যেনো আমি আজ অন্য কেও। যেখানেই যাচ্ছি থেমে যে পথের ফাঁদে যে আঁধার ...

হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর

হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর, ওহে শঙ্কর, হে প্রলয়ঙ্কর। হোক জটানিঃসৃত অগ্নিভুজঙ্গম দংশনে জর্জর স্থাবর জঙ্গম, ঘন ঘন ঝন ঝন ঝননন ঝননন পিনাক টঙ্করো॥

আজি বাদল ঝরে মোর একেলা ঘরে

ভৈরবী-আশাবরি – আদ্ধা কাওয়ালি আজি বাদল ঝরে মোর একেলা ঘরেহায় কী মনে পড়ে মন এমন করে॥হায় এমন দিনে কে নীড়হারা পাখিযাও কাঁদিয়া কোথায় কোন, সাথিরে ডাকি।তোর ভেঙেছে পাখা কোন্‌ কুল ঝড়ে॥আয় ঝড়ের পাখি আয়এ একা ...

আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে

আপনার আপনি ফানা হলেসে ভেদ জানা যাবে।কোন নামে ডাকিলে তারেহৃদাকাশে উদয় হবে।। আরবী ভাষায় বলে আল্লাফারসীতে কয় খোদাতা’লাগড বলিছে যীশুর চেলাভিন্ন দেশে ভিন্নভাবে।। মনের ভাব প্রকাশিতেভাষার উদয় এ ...

আমার মন মজাইয়ারে

আমার মন মজাইয়ারেদিল মজাইয়া, মুর্শিদনিজের দেশে যাও।আমার মন মজাইয়ারেদিল মজাইয়া, মুর্শিদ,নিজের দেশে যাও।ও মুর্শিদ ও … একে আমার ভাঙা ঘরতার উপরে লরে চর,কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।আবের নেওয়ারি রে, ...

Behaya Song Lyrics Lagnajita Chakraborty

আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো .. আমাদের গল্পগুলো এক ...

হে মহাজীবন, হে মহামরণ

হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ ॥ আঁধার প্রদীপে জ্বালাও শিখা, পরাও পরাও জ্যোতির টিকা-- করো হে আমার লজ্জাহরণ ॥ পরশরতন তোমারি চরণ-- লইনু শরণ, লইনু শরণ। যা-কিছু মলিন, যা-কিছু কালো, যা-কিছু ...

আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে 

কীর্তন আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে         মাধব এল না সই।এই যৌবন-বনমালা কারে দিব          মোর বনমালী বই॥  সারা নিশি জেগে বৃথাই নিরালা  গাঁথিলাম নব মালতীর মালা, অনাদরে হায় সে মালা ...

আপনার আপন খবর নাই

আপনার আপন খবর নাই।গগনের চাঁদ ধরব বলে         মনে করি তাই।। যে গঠেছে এ প্রেম-তরীসেই হয়েছে চড়ন্দারীকোলের ঘোরে চিনতে নারি        মিছে গোল বাধাই।। আঠারো মোকামে জানামহারসের বারামখানাসেই রসের ভিতরে ...

আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো অন্তরে বৈরেগীর লাওয়া বাজে

আমার মন তো বসে না গৃহ কাজেসজনি গোঅন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।। সজনি গো….কি করিব কোথা যাবএ দুঃখ কারে জানাবোমন মেলে তো মানুষ মেলে না ।।ওরে কারো কথা কেউ শোনে না গোহায়রে কারো কথা কেউ শোনে নাযার ...

Bela Boye Jay Lyrics (বেলা বয়ে যায়) Shusmita Anis | Tahsan

আমার ঘড়িতে বাজে তোমার সময় তোমার বিকেল ছাদে কে পাশে রয়, কাছাকাছি দূরে ঝরা পাতা ফুল তুমি আমার ভেবে আমি ব্যাকুল। ভালো লেগে আছে জেগে একা বোকা দিন, কবে যে হবো একা হীন। বেলা বয়ে যায় তুমি খুঁজো কি আমায়? ...

আমার মন চোরা তুই হরি

আমার মন চোরা তুই হরি, কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি।জল ভরিতে গেলাম আমি কাঙ্কে লইয়া ঝারি, সবে বলে ঐ যায় ঐ যায় কুলকলঙ্কিনী নারী। আগে যদি জানতাম রে বন্ধু তুই করিবে চুরি, তবে কেন করিতাম ...

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়। সুখের বাসা ভেঙে ফেলবি আয়। মিলনমালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে, উধাও মনের পাখা মেলবি আয়॥ অস্তগিরির ওই শিখরচূড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। ...

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা

পিলু বারোয়াঁ – ঠুংরি আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা।মোরে স্মরিয়া রাধিকাও হল কি বাঁকা॥কেন অভিমান-শিশিরে মাখা কমল,কাজল-উজল-চোখে কেন এত জল,লহো মুরলী হরি লহো শিখী-পাখা॥

আপনাকে আপনে যে জন জানে,

আপনাকে আপনে যে জন জানে,            আপন আত্মাকে দেখেছে নয়নে।সবে বলে আমি আমি,            আমি কে তা কেউ না জানে।। ও মন আপনাকে যে চিনেছে,নিগূঢ় তত্ত্ব সেই পেয়েছে,সে জন নিগুমে বসে            আগমে ধরে ...

আমার মন করে আকুল

আমার মন করে আকুল আমার প্রাণ করে আকুল রূপে আমার লি জাতিকুল। আমি গৃহে যাইতে আর পারি না মাথে ধরে তুল।।আঁখি ঠারে কয় গো কথা মন করে আকুলআমি ত্ৰিজগতে আর দেখি না বন্ধের সমতুল। আমার প্রাণবন্ধুর মুখের হাসি ...

Shunno Hridoy Lyrics (শূন্য হৃদয়) Hridoy Khan

শূন্য হৃদয় জুড়ে তুই ছিলি মনের ঘরে, হারিয়ে ফেলেছি তোকে মিছে আলো ছায়ায়। ভুলে যাওয়া গান কবিতায় তুই ছিলি আমারই, তুই হীনা শূন্য অসহায়। ধোঁয়াশা বেদনায় বোবা শূন্যতায়, এখনো তোকেই আমি কুড়িয়ে ...

আজ সবার রঙে রঙ মিশাতে হবে

আজ সবার রঙে রঙ মিশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয় পরো পরো পরো তবে॥ মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা, আজ আলোর রঙ যে বাজল পাখির রবে॥ আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে। যখন তারি হাওয়া লাগে ...

আজি নন্দদুলালের সাথে

খাম্বাজ-কাফি হোরি কাহারবা আজি নন্দদুলালের সাথেখেলে ব্রজনারী হোরি।কুঙ্কুম আবির হাতেদেখো, খেলে শ্যামল খেলে গোরী॥থালে রাঙা ফাগনয়নে রাঙা রাগ,ঝরিছে রাঙা সোহাগরাঙা পিচকারি ভরি॥পলাশে শিমুলে ডালিম ...

আপন সুরাতে আদম গঠলো দয়াময়

আপন সুরাতে আদম গঠলো দয়াময়। নইলে কি ফেরেস্তাকে সেজদা দিতে কয়। আল্লা আদম না হলে পাপ হত সেজদা দিলে শেরেক পাপ যারে বলে এ দীন-দুনিয়ায়। দুষে সে আদম সফি আজাজিল হল পাপী মন তোমার লাফালাফি তেমনি দেখা ...

আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না

আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না, এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না।মুখের মাঝে অমৃত ভরা তাতে ছাই দিও না, এগো দুধের মাঝে ছাই মিশাইলে দুধের বর্ণ রবে না। মধুপুরে কাল ভীমরা সদায় জ্বরে ...

Andho Kore Dao Lyrics (অন্ধ করে দাও) Debdeep Mukhopadhyay –

উড়বো বলে ঝাঁপ দিয়েছি মরবো না কে জানে, এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, আমার তোমায় দেখে আশ মেটে না, ...

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া ...

আজি দোল-ফাগুনের দোল লেগেছে

ধনী – হোরি ঠেকা আজি দোল-ফাগুনের দোল লেগেছেআমের বউলে দোলন-চাঁপায়।মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে মউ পিয়ে যায়।শ্যামল পাতার কোলে কোলেআবির-রাঙা কুসুম দোলে,দোয়েল শ্যামা লহর তোলেকৃষ্ণচূড়ার ফুলেল ...

আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়।(ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়।মুসলমানের মক্কাতে মনহিন্দুতে করে কাশী ভ্রমণ(ও রে) মনের মধ্যে অমূল্য ধনকে দূরে যায়।জাতে সে জোলা কবীরউড়িষ্যায় তাহার জাহিরবার জাত তের দুয়ারী।তার ...

আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়

আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগা শিশুকালে প্ৰেম শিখাইয়া যৌবন কালে দাগা।। তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের ...

আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি

আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি, আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি ॥ তাপস, তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব-- তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥ তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা। নিজেরে ...

আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়

কালাংড়া-বসন্ত-হিন্দোল — দাদরা আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়।দখিনার দোল লেগেছে দোলন-চাঁপায়॥দোলে আজ দোল-ফাগুনেফুল-বাণ আঁখির তূণে,দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়॥দুলে আজ শিথিল বেণি, দুলে বধূর ...

আপন ঘরের খবর লে না

আপন ঘরের খবর লে না।অনায়াসে দেখতে পাবি            কোনখানে কার বারামখানা।।কোমল ফোটা কারে বলিকার মোকাম তার কোথায় গলিকোন সময় পড়ে ফুলি            মধু খায় সে অলি জনা।।অন্য জ্ঞান যার সখ্য মোক্ষসাধক ...

আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়

আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগাশিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে ...

Eki Dike Song Lyrics (একি দিকে) Theory Of Disgust Band –

চাঁদ তুই কালো হয়ে যা সূর্যের আলো সব শুষে নে, আজকের রাতটা নিভে যা তুই আমাদের আঁধারে মিলে যেতে দে। মেঘ তুই ঢেকে দে চাঁদ তারাদের আলাদা জাগা করে দে, আজকের রাতটা কিছুটা থাক আমাদের আঁধারে মিলে যেতে ...

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি। তবু কেন হেরি না তোমার জ্যোতি, কেন দিশাহারা অন্ধকারে?। অকূলের কূল তুমি আমার, তবু কেন ভেসে যাই মরণের পারাবারে? আনন্দঘন বিভু, তুমি যার স্বামী সে কেন ফিরে পথে দ্বারে ...

আজি ঘুম নহে, নিশি জাগরণ

৮ (বেদেনীদের গান) দরবারী কানাড়ি-কাওয়ালি আজি ঘুম নহে, নিশি জাগরণ। চাঁদেরে ঘিরি' নাচে ধীরি ধীরি তারা অগণন॥ প্রখর-দাহন দিবস-আলো, নলিনী-দলে ঘুম তখনি ভালো। চাঁদ চন্দন চোখে বুলালো খোলো গো নিদ-মহল-আবরণ॥ ...

আদি কালে আদমগণ

আদি কালে আদমগণএক এক জায়গায় করত ভ্রমণ।ভিন্ন আচারভিন্ন বিচারতাইতে সৃষ্টি হয়।জানত না কেউ কারো খবরছিল না এমন কলির জবর।এক এক দেশেক্রমে শেষেগোত্র সৃষ্টি পায়।জ্ঞানী দ্বিগ্বিজয়ী হলনানা রূপ সব দেখতে ...

আমার বন্ধু আনি দেও গো তোরা

আমার বন্ধু আনি দেও গো তোরা আমার কালা আনি দেও গো তোরা–কই, ও শ্যাম মনোহরা।।পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম গোতোদেরি পাড়া। ওরে, মারিয়ো না, মারিয়ো না দূতী, আমি তোদেরি পিরিাতের মারা।।ভাবিয়ে রাধারমণ বলে, ...

Chhal Song Lyrics (ছল) Mekhla Dasgupta

Chhal is the latest Bengali Song Sung by Mekhla Dasgupta. Music Composed by Dr Agnibh Mukherji. Chhal Lyrics In Bengali Written by Rabindranath Tagore and Song Programming Arrangements, Mixing ...

আছ আকাশ-পানে তুলে মাথা

আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা ॥ ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা ॥ কাছে থেকে রইলে দূরে, কায়া মিলায় গানের সুরে। হারিয়ে-যাওয়া হৃদয় ...

আজি গানে গানে ঢাকব আমার             গভীর অভিমান

পিলু-খাম্বাজ – কারফা আজি গানে গানে ঢাকব আমার            গভীর অভিমান।  কাঁটার ঘায়ে কুসুম করে            ফোটাব মোর প্রাণ॥  ভুলতে তোমার অবহেলা  গান গেয়ে মোর কাটবে বেলা,  আঘাত যত হানবে ...

আঘাত করে নিলে জিনে

আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে ॥ সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে-- বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥ তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে। বাটের মাঝে, হাটের মাঝে, ...

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সষ্টি, সে তন কোথায় রাখিলে। নবী যারে মানিতে হয়উচিত বটে তাই চিনে লও পুরুষ কি প্রকৃতি আকার সৃষ্টিও সৃজন কালে। আর খালেক নামে পরওয়ার নবী রূপ সে আবার ...

আমার কাংখের কলসী গিয়াছে ভাসি

আমার কাংখের কলসী গিয়াছে ভাসিমাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারেমাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পাড়তবে কি ভাসিতো জলে কলসী আমারআমার সহে না দেরী, আমি উপায় কি করিগৃহে যাবার সময় গেল ...

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই।নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়।।            মোকামের মধ্যে মোকাম            শূন্য শিখর বলি যার নাম            বাতির লুন্ঠন সেথায় ...

আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গোগুরুর নামটি নিবার আমার সময় নাইআমি পড়িয়াছি ঘোর বিপদেতরাইয়া লও আমায়।ভাই বল বন্ধু বল সময় দেখে পলাইল গোস্ত্রী বল পুত্র বল সঙ্গের সাখী কেই নাই। ভাইবে রাধারমগ বলে ঠেকলাম ভবের ...

আমার একি হইল জ্বালা

আমার একি হইল জ্বালা দেইখে আইলাম শ্যাম চিকন কালা এগো আমি দেইখে আইলাম কেলি কদমতলা।কুক্ষ্ণে গিয়াছিলাম জলে কালিন্দ্রির যমুনার জলেএগো আমার রইয়া রইয়া উঠে মদন জ্বালা শুইয়া থাকি স্বপ্নে দেখি প্ৰাণ ...

Ei Nishi Lyrics (এই নিশী) Hridoy Khan And Nirjhor

আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি, আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি। মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি তোমারই মোহে হারাই আমি, ...

en_USEnglish